/indian-express-bangla/media/media_files/2024/11/09/PZVRfACMX9lNFHYCuGps.jpg)
Rainfall Forecast: প্রতীকী ছবি।
Rainfall Forecast Kolkata: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই গতকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদল হতে শুরু করেছে। সোমবার সন্ধে থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। তারই জেরে তাপমাত্রাও নেমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝড়-জলের পূর্বাভাস উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এবার আগামী দিন কয়েক গরম কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গতকাল থেকে এই ঝড়-বৃষ্টির পালা নতুন করে শুরু হয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও খানিকটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের ৭ জেলায় আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩-৫ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী দিন চারেক রয়েছে এই ঝড়-জলের পূর্বাভাস। তবে হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায়, ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতরের কর্তারা জানিয়েছেন, আগামী সাতদিন তাপপ্রবাহের সম্ভাবনা নেই। বরং বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির দাপট থাকবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। মঙ্গলবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩১ ডিগ্রির মধ্যে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ঝড়-জলের পূর্বাভাস। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা অর্থাৎ দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিকেলেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কালবৈশাখী ঝড়ের দাপট দেখা যেতে পারে বেশ কিছু জায়গায়। সেই সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও।
সব মিলিয়ে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে রাজ্যের জেলায়-জেলায় যে গলদঘর্ম পরিস্থিতি তৈরি হয়েছিল মাসের শেষের দিকে এসে সেই পরিস্থিতি পাল্টাচ্ছে। ফের একবার ঝড়-বৃষ্টির জেরে ভ্যাপসা গরমের পরিস্থিতি থেকে মিলছে রেহাই। আপাতত আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র।