Himachal Bus Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত্যুমিছিল! হাসপাতালে স্তূপাকৃতি দেহ, বুক ফাটা আর্তনাদ

Himachal Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা! যাত্রী বোঝাই HRTC বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে যাওয়ার মৃত্যু হয়েছে সাতজনের। গুরুতর আহত আরও ২২ জন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Himachal Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা! যাত্রী বোঝাই HRTC বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে যাওয়ার মৃত্যু হয়েছে সাতজনের। গুরুতর আহত আরও ২২ জন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
মান্ডি বাস দুর্ঘটনা, Mandi bus accident   এইচআরটিসি বাস খাদে, HRTC bus falls into gorge   হিমাচল বাস দুর্ঘটনা, Himachal bus crash   সরকাঘাট সড়ক দুর্ঘটনা, Sarkaghat road accident   বাস দুর্ঘটনায় মৃত্যু, Deaths in bus accident   মাসেরান দুর্ঘটনা, Maseran accident   হিমাচল প্রদেশ খবর আজ, Himachal Pradesh news today   উপ-মুখ্যমন্ত্রী দুর্ঘটনাস্থলে, Deputy CM visits accident site   গুরুতর আহত হাসপাতালে, Critically injured hospitalized   চালকের নিয়ন্ত্রণ হারানো, Driver lost control   খাদে পড়ে গেল বাস, Bus plunged into gorge   রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন দুর্ঘটনা, Road Transport Corporation accident   হিমাচল দুর্ঘটনা ২০২৫, Himachal accident 2025   নিহত যাত্রীদের পরিচয়, Identity of deceased passengers   স্থানীয়দের তৎপর উদ্ধারকাজ, Locals assist in rescue

ভয়ঙ্কর দুর্ঘটনা

Himachal Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা! যাত্রী বোঝাই HRTC বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে যাওয়ার মৃত্যু হয়েছে  সাতজনের। গুরুতর আহত আরও ২২ জন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisment

হিমাচল প্রদেশের মান্ডি জেলায় ভয়ঙ্কর দুর্ঘটনা। যাত্রী বোঝাই  একটি হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (HRTC) বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে যাওয়ার ঘটনায় সাত যাত্রীর মৃত্যু হয়েছে। প্রায় ২২ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চার জন মহিলা এবং দুজন পুরুষ ও এক কিশোরও  রয়েছেন। সারকাঘাটের ডিএসপি সঞ্জীব গৌতম দুর্ঘটনার বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- ফের বিরাট বিমান দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দাউদাউ করে আগুন? বহু মৃত্যুর আশঙ্কা

Advertisment

বৃহস্পতিবার সকালে হিমাচল প্রদেশের মান্ডি জেলার সরকাঘাট মহকুমার মাসেরান এলাকায় একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় সাতজন যাত্রীর মৃত্যু হয়েছে এবং অন্তত ২২ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন চারজন মহিলা, দুইজন পুরুষ এবং এক কিশোর। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে সকাল ৯টা নাগাদ। স্থানীয়দের মতে,মাসেরানের ট্যাংরা মোড় এলাকায় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আহতদের প্রথমে সরকাঘাট সিভিল হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে গুরুতর আহতদের সিমলার IGMC ও অন্যত্র রেফার করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হিমাচল প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার নির্দেশ দেন।

আরও পড়ুন- দেশের শিল্প মহলে হুলস্থূল! আম্বানির বিরুদ্ধে হাজার হাজার কোটি বেনিয়মের অভিযোগ, তল্লাশিতে ED

এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে গোটা মান্ডি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যদিও এখনও পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। 

bus accident Himachal Pradesh