আবারও বিরাট বিমান দুর্ঘটনা। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার চীন সীমান্তবর্তী সুদূর পূর্ব আমুর অঞ্চলে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি রাশিয়ান যাত্রীবাহী বিমান ভেঙে হয়েছে। সংশ্লিষ্ট এলাকার জরুরি বিভাগের একজন কর্মকর্তাকে ঊদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিমানটির জ্বলন্ত অংশ খুঁজে পেয়েছে।
রিজিওনাল গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, মাঝ আকাশেই বিমান পরিবহণ নিয়ন্ত্রণকারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। আচমকা বিমানটি নিখোঁজ হওয়ার খবর মেলে।
সাইবেরিয়া-ভিত্তিক একটি বিমান সংস্থা আঙ্গারা পরিচালিত বিমানটি টিন্ডা শহরের কাছে পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির খোঁজ টালানো হচ্ছে।
আরও পড়ুন- West Bengal News live updates:ফের খুন তৃণমূল নেতা, বোমা মেরে, কুপিয়ে হত্যা, নৃশংস কাণ্ডে চরমে উত্তেজনা!
রিজিওনাল গভর্নর আরও জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই বিমানে পাঁচ শিশু সহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য রয়েছেন। টেলিগ্রামে তিনি লিখেছেন, "বিমানটি খোঁজার জন্য উপযুক্ত সব বাহিনী কাজে নেমে পড়েছে।" যদিও জরুরি মন্ত্রক বিমানে আরোহীদের সংখ্যা কিছুটা কমিয়ে প্রায় ৪০ জন বলে জানিয়েছে।
আরও পড়ুন- TMC:বোমা বিস্ফোরণে NIA তদন্ত চেয়ে মামলা, অভিষেকের নির্দেশেই তৃণমূলের 'তাজা নেতা'কে 'তাড়াল' দল?