/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/madhyamik.jpg)
HS Result 2025: প্রতীকী ছবি।
শেষ হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনেই ফল প্রকাশ নিয়ে বড়সড় ঘোষণা করে দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পুরনো নিয়মে এবছরই ছিল শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতিতে হবে পরীক্ষা।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়ে যাবে। তবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে এখনই নির্দিষ্ট করে কোনও তারিখের উল্লেখ তিনি করেননি। এবছর ৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। গতকাল পরীক্ষা শেষ হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দু'বার নেওয়া হবে পরীক্ষা।
পুরনো নিয়মে এ বছরই শেষ বারের মত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা চোখে লাগার মত কমে গিয়েছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। গতবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন রাজ্যের ৭ লক্ষ ৯০ হাজার পড়ুয়া।
আরও পড়ুন- West Bengal News Live: রাজ্য সরকারি কর্মীদের জন্য বাম্পার সুখবর! বেতন বৃদ্ধির নয়া বিজ্ঞপ্তি প্রকাশ
এবার সেই সংখ্যাটাই কমে হয়েছিল ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও মসৃণভাবে পরিচালনা করতে একাধিক পদক্ষেপ করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্ন ফাঁস রুখতেও ছিল চূড়ান্ত তৎপরতা। তাও অপ্রীতিকর কয়েকটি ঘটনা সামনে এসেছে। যদিও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছে।