Purba Bardhaman News:বাংলায় ফের উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা। এবার এক গাঁজা কারবারি মহিলার বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। সেই সঙ্গে প্রচুর পরিমাণে গাঁজাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারি শহরের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। তারপরেই ওই বাড়ি থেকে গাঁজা ও বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়।
গাঁজার কারবারি মেমারির বাসিন্দা ওই মহিলার নাম সংগীতা সাহানি। পূর্ব বর্ধমানের মেমারির ১ নম্বর ওয়ার্ডের কৃষ্টিপাড়ায় তার বাড়ি। জেলার এওজি (SOG) টিমকে সঙ্গে নিয়ে মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাসের নেতৃত্বে পুলিশ সংগীতার বাড়িতে হানা দেয়। বাড়িতে ঢুকেই ছাগল রাখার জায়গায় থাকা গাছের ডালপালা সরিয়ে বড় বড় দু’টি বস্তা পুলিশ দেখতে পায়। দুটি বস্তার একটিতে বিভিন্ন ওজনের গাঁজা পুরিয়া করে ভরে রাখা হয়েছিল। অপর বস্তা থেকে মেলে কেজি কেজি গাঁজা।
সেই সব বস্তা তুলে নিতে গিয়ে একটা ঢাকনা চোখে পড়ে পুলিশের। সেই ঢাকনা খোলার পরেই পুলিশের চোখ কপালে ওঠে। পুলিশ দেখতে পায় ব্যাগের ভিতরে থাকে থাকে সাজানো রয়েছে টাকার বান্ডিল। শুধু বিপুল পরিমাণ টাকাই নয়, সংগীতা সাহানির বাড়ি থেকে পুলিশ মোট সাড়ে ৪৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
আরও পড়ুন- Bangladesh Crisis: 'বাংলাদেশকে গালাগালি না করে নিজের দায়িত্ব পালন করুন', কাদের ঠুকলেন নওশাদ?
টাকা গোনার জন্য পুলিশ স্থানীয় ব্যাঙ্কে খবর দেয় পুলিশ। ব্যাঙ্ককর্মীরা টাকা গোনার মেশিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছোয়। তাঁরা জানিয়েছেন ওই বাড়ি থেকে মোট ৪০ লক্ষ ৮৭ হাজার ২৮০ টাকা উদ্ধার হয়েছে। ওই টাকা ও গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি পুলিশ সংগীতা সাহানিকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন- West Bengal News Live: ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, নজর আজ সুপ্রিম কোর্টে
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ টাকা ও গাজা উদ্ধার হয়েছে। ঘটনায় সংগীতা সাহানি নামে এক মহিলা গাঁজা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গাঁজার কারবার চালানোর দায়ে সংগীতা সাহানির মাও আগে গ্রেপ্তার হয়েছিল।
আরও পড়ুন- Sixth Finance Commission: ষষ্ঠ অর্থ কমিশন গড়ল রাজ্য, পঞ্চায়েতের মানোন্নয়নে নজর