Sixth Finance Commission: ষষ্ঠ অর্থ কমিশন (Sixth Pay Commission) গঠন করল রাজ্য সরকার। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চেয়ারম্যান করে ষষ্ঠ অর্থ কমিশন তৈরি করেছে নবান্ন। রাজ্যের পঞ্চায়েতগুলির আর্থিক ও পরিকাঠামগত উন্নয়নে বিভিন্ন কাজে সরকারি টাকা কীভাবে কাজে লাগানো হবে তার পরিকল্পনা করবে এই কমিশন।
রাজ্যের তৈরি ষষ্ঠ অর্থ কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রাক্তন মুখ্যসচিব ছাড়াও কমিশনের আরও কয়েকজন সদস্য হলেন প্রাক্তন আইপিএস অফিসার বর্ণালী বিশ্বাস ও অজয় ভট্টাচার্য, প্রাক্তন ডব্লিউবিসিএস অফিসার আশিস কুমার চক্রবর্তী এবং ব্যাংক কর্তা রুমা মুখোপাধ্যায়।
আগামী বছরের এপ্রিল মাস থেকে কাজ শুরু করবে ষষ্ঠ অর্থ কমিশন। তার ৬ মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে পরবর্তী পাঁচ বছরের রূপরেখা। রাজ্যের সমস্ত পঞ্চায়েত এবং পুরসভার আর্থিক পরিকাঠামো দেখে বিস্তারিত প্ল্যানিং তৈরি করবে এই কমিশন। আর্থিক পরিকাঠামোগত শক্তি অনুযায়ী কী কী ধরনের উন্নয়নমূলক কাজকর্ম পঞ্চায়েত এবং পুরসভাগুলি করতে পারে সে সম্পর্কেও নির্দিষ্ট পরামর্শ দেবে এই কমিশন।
আরও পড়ুন- West Bengal News Live: ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, নজর আজ সুপ্রিম কোর্টে
উল্লেখ্য, এর আগে পঞ্চম অর্থ কমিশন তৈরি হয়েছিল অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে মাথায় রেখে। ২০২২ সালে পঞ্চম অর্থ কমিশন গঠন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চম অর্থ কমিশনের সদস্য ছিলেন বর্ণালী বিশ্বাস, রুমা মুখোপাধ্যায়রা। তাঁরা ষষ্ঠ আর্থ কমিশনেরও সদস্য হিসেবে রয়েছেন।