Junior doctors front protest rally: জুনিয়ার ডাক্তারদের ডাকে রাজপথে 'জনগর্জন'। মহালয়ার দুপুরে আরজি করের নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে 'মহামিছিলের' ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা সহ যে সকল দাবি রাজ্যের কাছে জানানো হয়েছে সে বিষয়ে মৌখিক প্রতিশ্রুতি পেলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। সেই সকল দাবি অবিলম্বে বাস্তবায়নেরও দাবি জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে।
আজকের মিছিলে পা মিলিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই সঙ্গে এই মিছিলে যোগ দিয়েছেন নার্স, স্বাস্থ্যকর্মীরা। মিছিলে পায়ে পা মিলিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। এদিকে আরজি কর আবহেই গতকাল রাতে ট্রমা কেয়ারে এক মহিলা পিজিটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রোগী ও তার আত্মীয়দের বিরুদ্ধে। এই মর্মে টালা থানা ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
রাজ্যের প্রতিশ্রুতি মতই রোগী কল্যান সমিতিতে বিরাট রদবদল, ডানা ছাঁটা হল জনপ্রতিনিধিদের
মহালয়ার দুপুরে রাজপথে প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা। একাধিক মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার ছাড়াও স্বাস্থ্য কর্মী, সাধারণ মানুষ আজকের এই মিছিলে অংশ নিয়েছেন। স্বাস্থ্য সচিবের অপসারণ, পাশাপাশি আরজি করে নির্যাতিতার দ্রুত বিচারের দাবি সহ মোট ১০ দফা দাবি জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। তারা চাইছেন এই নিয়ে ফের আলোচনায় বসুক সরকার। আপাতত কোন ভাবেই কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না বলেও জানানো হয়েছে আন্দোলনরত চিকিৎসকদের তরফে।
নজরকাড়া থিমে কলকাতাকে টেক্কা! লাখো দর্শনার্থীর প্রশংসা কুড়াতে তৈরি কল্যাণী আইটিআই মোড়ের পুজো
কলেজস্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শেষে রাণী রাসমণি রোডে এক মহা সমাবেশেরও এদিন ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কেন ফের কর্মবিরতি তা সমাবেশে ভাষণে্র মাধ্যমে সাধারণ মানুষের তুলে ধরবেন জুনিয়র ডাক্তাররা। এদিকে মহালয়ার ভোরে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্মোচিত হয় ‘অভয়া’র আবক্ষ মূর্তি। তা নিয়ে সরব হয়েছে তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেছেন, নিগৃহীতার ছবি, মূর্তি নিয়ে দেশে গাইডলাইন আছে। সেখানে যন্ত্রণাক্লিষ্ট মূর্তি বসানো উচিত নয়।
মহালয়ায় মায়ের কোল খালি, নাবালক ছাত্রের মৃত্যুতে ধুন্ধুমার কলকাতায়
আরজি কর কাণ্ডের প্রতিবাদে গতকাল শহর জুড়ে নানান কর্মসূচি হয়। সখানে অংশ নেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ নাগরিক। এমনই একটি কর্মসূচি হয়েছিল টালিগঞ্জের করুণাময়ীতে। নাগরিক সমাজের সেই মিছিলেই হামলার অভিযোগ। মিছিলে থাকা মহিলা, শিশুদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ৪০ জনের মিছিলে শতাধিক মানুষের হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই ঘটনার পরে হরিদেবপুর থানায় বিক্ষোভ দেখান তারা। তৃণমূল কাউন্সিলার রত্না শূরের নেতৃত্বে হামলার অভিযোগ। হরিদেবপুর থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবাদে অংশ নেওয়া সাধারণ মানুষ। পালটা প্রতিবাদীদের দুষেছেন তৃণমূল কাউন্সিলার রত্না শূর।
স্বপ্ন ভেঙে চুরমার, বোধনের আগেই 'বিসর্জন' বিশ্বের সর্ববৃহৎ দুর্গার