Kali Puja 2024: বারাসতের কালীপুজোয় বাঁধভাঙা উচ্ছ্বাস! বড়মা কালীর মন্দিরে জনস্রোত

Barasat Kali Puja 2024: উত্তর ২৪ পরগনার বারাসতে বরাবরই কালীপুজোকে কেন্দ্র করে বিপুল উন্মাদনা তৈরি হয়। এবারও তার অন্যথা হয়নি। আলোর উৎসবে রঙিন বারাসত-মধ্যমগ্রাম।

Barasat Kali Puja 2024: উত্তর ২৪ পরগনার বারাসতে বরাবরই কালীপুজোকে কেন্দ্র করে বিপুল উন্মাদনা তৈরি হয়। এবারও তার অন্যথা হয়নি। আলোর উৎসবে রঙিন বারাসত-মধ্যমগ্রাম।

author-image
Mobarak Koraisi
New Update
Kali Puja 2024,Barasat Kali Puja 2024, Barasat Borama Kali temple,বারাসত কালীপুজো ২০২৪, বারাসত বড়মা কালীর মন্দির, কালীপুজো ২০২৪

Kali Puja 2024: কালীপুজোর রাতে বারাসতের বড়মা কালীর মন্দিরে জনস্রোত।

Kali Puja 2024:এবারও জমজমাট বারাসতের কালীপুজো (Kali Puja 2024)। উত্তর ২৪ পরগনার এই প্রান্তে কালীপুজো বরাবরই সুপারহিট। এবারও তার অন্যথা হয়নি। কালীপুজোর রাতেই বারাসত লরি স্ট্যান্ডে বড়মা কালীর মন্দিরে উপচে পড়া ভিড়। বিপুল এই জনসমাগম সামলাতে রীতিমতো নাজেহাল দশা পুলিশকর্মী থেকে শুরু করে স্বেচ্ছাসেবকদের।

Advertisment

বারাসাতের বড়মা কালীর মহিমা এলাকার আট থেকে আশি সবারই মুখে মুখে ঘোরে। অসীম ভক্তিতে মায়ের কাছে করা মানত কখনও বিফলে যায় না, এমনই বিশ্বাস ভক্তদের। গতকাল ছিল কালীপুজো। গতরাতে বিপুল জনসমাগম হয় বড়মা কালীর মন্দির প্রাঙ্গণে। পুজো দেখতে এমন নজিরবিহীন ভিড়ে কার্যত নাজেহল দশা হয় সুরক্ষাকর্মীদের। ভিড়ের চাপে অনেকেরই চটি-জুতো খুলে যায়। অনেকের হাতের ব্যাগ ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। 

বারাসত লরি স্ট্যান্ড বড়মা কালীর কাছে কালীপুজোর দিনে পুষ্টাপঞ্জলীর বিপুল ভিড় হয় প্রতি বছর। গতরাতেও সেই বিড়েই নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল। বিপুল সেই ভিড় সামাল দিতে গতরাতে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় এলাকার সংযুক্ত সব রাস্তা। এমনকী ওই রাস্তা লাগোয়া রাস্তাগুলিতে গাড়ি চলাচলও বন্ধ করে দেয় পুলিশ। 

Advertisment

আরও পড়ুন- Eastern Rail: উৎসবের মরশুমে বেনজির তৎপরতা রেলের, ভাঁড়ারে লক্ষ-লক্ষ টাকা, কীভাবে? জানলে চমকে যাবেন!

আরও পড়ুন- Gazole Incident: কালীপুজোর পরের দিনেই কাটা মুণ্ড উদ্ধার! পাশেই ধরহীন দেহ, নরবলি?

পুষ্পাঞ্জলী শেষেও ব্যাপক ভিড় ছিল দর্শনার্থীদের। একটা সময় পদপিষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে পুলিশকর্মী ও মন্দিরের স্বেচ্ছাসেবক বাহিনীর নিদারুণ তৎপরতায় সেই বিদ এড়ানো গিয়েছে। 

West Bengal Barasat Kalipuja 2024