Eastern Rail: যাত্রী স্বার্থে তদুপরি রেলওয়ে চত্বরকে পরিষ্কার ও পরিচ্ছ্বন্ন রাখতে লাগাতার নানা অভিযান চালায় আরপিএফ। এবার উৎসবের মরশুমেও পূর্বরেলের বিভিন্ন স্টেশনে এমনই বেশ কিছু অভিযানে বিপুল সংখ্যক যাত্রীদের জরিমানা বাবদ রেকর্ড টাকা আদায় করা গিয়েছে। পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ, মালদা, আসানসোল ডিভিশনে চলা সেই সব অভিযানে মেলা সাফল্য এবার রীতিমতো বিবৃতি দিয়ে বিশদে জানিয়েছে রেল।
রেলের তরফে দেওয়া বিবৃতি:
রেলওয়ে চত্বরে এবং ট্রেনের বগিতে থুতু ফেলা বা আবর্জনা ফেলা কেবল নান্দনিকতারই অবনতি ঘটায় না বরং সহ-যাত্রীদের প্রভাবিত করে। রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে চত্বরে সিসিটিভি ক্যামেরা সহজেই রেলওয়ে চত্বরে ময়লা ফেলছে বা থুথু ফেলছে এমন কোনও ব্যক্তিকে শনাক্ত করতে পারে এবং এর ফলে জরিমানা ও কারাদণ্ড সহ এই ধরনের অপরাধ সনাক্তকরণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
পূর্বরেলের RPF ট্রেনে বা স্টেশনে টহল দেওয়ার সময় রেলওয়ে চত্বরে ময়লা ফেলা বা থুতু ফেলার এই ধরনের কাজগুলি প্রতিরোধ করতে সর্বদা সজাগ থাকে। RPF পরিবেশগত অবস্থার অবনতি ঘটাচ্ছে এমন অপরাধীদের গ্রেফতার করে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেয়। গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত পূর্ব রেলওয়ের RPF রেলওয়ে প্রাঙ্গণকে অপরিষ্কার করার জন্য ১২,৯০০ জনকে গ্রেফতার করেছে। সেই অপরাধীদের কাছ থেকে মোট ১৭ লক্ষ ৬৬ হাজার ১০ টাকা জরিমানা আদায় করেছে। এর মধ্যে, হাওড়া ডিভিশনে ৪,৯৫৮ জন, শিয়ালদহ ডিভিশনে ২০২৩ জন, আসানসোল ডিভিশনে ২২১৪ জন মালদা ডিভিশনে ৩৭০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন- Gazole Incident: কালীপুজোর পরের দিনেই কাটা মুণ্ড উদ্ধার! পাশেই ধরহীন দেহ, নরবলি?
আরও পড়ুন- Anubrata Mondal: কেষ্ট ফিরলেও ফেরেনি পুজোর জৌলুস, কালীপুজোয় মা কালীর কাছে কী চাইলেন অনুব্রত?
উৎসবের মরশুমেও সজাগ RPF। স্টেশন চত্বরের নান্দনিকতা বজায় রাখতে সতর্কতা আরও বাড়ানো হয়েছিল। ১-৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত পূর্বরেলের আওতায় থাকা বিভিন্ন স্টেশনে মোট ১০,৪৭০ জনকে গ্রেফতার করা হয়। রেলওয়ে চত্বরে থুতু ফেলা এবং ময়লা ফেলার জন্য তাদের জরিমানা করা হয়। জরিমানা বাবদ ১৫ লক্ষ ৩৭ হাজার ৯৬৫ টাকা আদায় করা হয়েছে।
আরও পড়ুন- Mamata Banerjee: কালীপুজোর দিনেই নয়া নজির মমতার! শ্যামা সংগীত নিয়ে পেরোলেন দেড়শো গানের মাইলস্টোন