Gazole Incident: কালীপুজোর রাত কাটতেই শুক্রবার সাতসকালে কাটা মুণ্ড উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার গাজোলে। যদিও মৃতের নাম ও পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে কাটা মুণ্ড এক জায়গায় এবং ধরহীন দেহ সামান্য দূরেই উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এই ঘটনাকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গাজোল থানার দেউতলা এলাকায়। মালদা - বালুরঘাট হাইওয়ের ধারে জঙ্গলের মধ্যেই পড়েছিল মধ্যবয়স্ক এক ব্যক্তির কাটা মুণ্ড।
স্থানীয় বাসিন্দাদের অনেকের অনুমান, ওই ব্যক্তিকে খুন করে মুণ্ড কেটে ফেলা হয়েছে। তবে খুনের নেপথ্যে 'নরবলি' তত্ত্ব খাড়া করছেন অনেকে। শুক্রবার সকালে এই ঘটনার খবর পেয়ে দেউতলা এলাকায় পৌঁছোয় গাজোল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
দেউতলা এলাকার বাসিন্দা বিজয় ভট্টাচার্য বলেন, "সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। রাজ্য সড়কের ধারে জঙ্গলের মধ্যেই কাটা মুণ্ড পড়ে থাকতে দেখতে পাই। এরপরই বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। যেখানে মুণ্ডটি পড়েছিল, তার থেকে সামান্য দূরে ধরহীন দেহটি পড়েছিল। যে অবস্থায় মৃতদেহটি জঙ্গলের মধ্যে পড়েছিল তাতে মনে হচ্ছে দুষ্কৃতীরা গলা কেটে খুন করে থাকতে পারে।" পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন- Attacks on TMC Mla: কালীপুজোর রাতে বাঁশপেটা তৃণমূল বিধায়ককে, আক্রান্ত আরও এক জোড়াফুল বিধায়ক
আরও পড়ুন- Mamata Banerjee: কালীপুজোর দিনেই নয়া নজির মমতার! শ্যামা সংগীত নিয়ে পেরোলেন দেড়শো গানের মাইলস্টোন
আরও পড়ুন- Kali Puja 2024: জমজমাট মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো! নেতা-মন্ত্রীদের সঙ্গেই পুলিশ-প্রশাসনের কর্তাদের উপস্থিতি নজর কেড়েছে
গাজোল থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার কালীপুজো ছিল । এরপরই শুক্রবার সাতসকালে কাটা মুণ্ড এবং ধড়হীন দেহ উদ্ধারের ঘটনাটি ঘটে। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। নিহতের আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫-এর কাছাকাছি হবে। এলাকার লোকজনও মৃত ব্যক্তির দেহ শনাক্ত করতে পারেননি। তবে এটা খুন না দুর্ঘটনা, পরিষ্কার করে কিছু জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে। আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ ৎতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন- Bardhaman Incident: কালীপুজোর রাতে বীভৎস মৃত্যু ৫ জনের! প্রাণ বাঁচাতে লড়াই আরও দু'জনের, কারণ জানেন?