Humayun Kabir: শুভেন্দুকে 'ঠুসে দেব' বলেছিলেন, দলের শোকজের উত্তর দিলেও এখন অবস্থান কী হুমায়ুনের?

Humayun Kabir-Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী 'চ্যাংদোলা' করে মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছিলেন। তারই জেরে তাঁকে পাল্টা আক্রমণে ঠুসে দেব বলেছিলেন হুমায়ুন কবীর।

Humayun Kabir-Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী 'চ্যাংদোলা' করে মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছিলেন। তারই জেরে তাঁকে পাল্টা আক্রমণে ঠুসে দেব বলেছিলেন হুমায়ুন কবীর।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Humayun Kabir-Suvendu Adhikari: হুমায়ুন কবীর ও শুভেন্দু অধিকারী।

Humayun Kabir responds to tmc show cause letter over criticized on Suvendu Adhikari: শোকজের জবাব দিলেও নিজের অবস্থান থেকে এক চুলও সরছেন না মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সূত্রের খবর, ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বের কাছে শোকজের জবাব পঠিয়ে দিয়েছেন হুমায়ুন। বিরেধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁদে তাঁর 'ঠুসে দেব' মন্তব্যে তুমুল জলঘোলা চলে কয়েকদিন। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব হুমায়ুন কবীরকে শোকজ করছিল। সেই শোকজ চিঠির জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছিল হুমায়ুনকে। 

Advertisment

শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের 'চ্যাংদোলা' করে ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন। খোদ বিরোধী দলনেতার মুখ থেকে এহেন মন্তব্য বেরোনোর পর তীব্র সমালোচনা শুরু হয়ে যায় দিকে দিকে। বিশেষ করে রাজ্যের শাসক দল তৃণমূল শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ দেখায়। শাসকদলের দুই মুসলিম বিধায়ক হুমায়ুন কবীর এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী পাল্টা শুভেন্দুকে তোপ দেগে সোচ্চার হোন।

হুমায়ুন কবীর বলেছিলেন, "আমাকে মারতে এলে রসগোল্লা খাওয়াব নাকি? ঠুসে দেব!" বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে হুমায়ুন কবীরের এই মন্তব্যের পাল্টা প্রতিবাদে ফেটে পড়ে BJP। হুমায়ুন কবীরকে শোকজ করে তৃণমূল। ২৪ ঘণ্টার মধ্যে সেই শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয় হুমায়ুন কবীরকে। 

Advertisment

আরও পড়ুন- Salt Lake News: কলকাতায় বিশ্ববরেণ্য খেলোয়াড়ের বাড়িতে নৃশংস হত্যাকাণ্ড, তুমুল চাঞ্চল্য

সূত্রের খবর, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হুমায়ুনকে শোকজ করেছিল তার দল। তবে সেই শোকজের জবাবও পাঠিয়ে দিয়েছেন হুমায়ুন। তৃণমূল সূত্রের আরও খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হুমায়ুন কবীরের মন্তব্য নিয়ে অসন্তুষ্ট হয়েছেন। তবে শোকজের জবাব পাঠালেও অবস্থান তকে সরছেন না হুমায়ুন। ঘনিষ্ঠ মহলে তিনি এমনই জানিয়েছেন। 

আরও পড়ুন- West Bengal News Live: 'আর মাত্র এক বছর...রাস্তায় ঘুরে বেড়াবে শুভেন্দু', বেনোজির আক্রমণ কল্যাণের

tmc bjp Suvendu Adhikari Humayun Kabir Bengali News Today news in west bengal news of west bengal