/indian-express-bangla/media/media_files/2025/01/14/u9iYQlZM2M0WG7FpneRI.jpg)
Malda News: এই দৃশ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।
Husband chained his wife at road side in malda: শিকলে পা বেঁধে স্ত্রীকে দিয়ে সবজি বিক্রি করাচ্ছেন স্বামী। যদিও স্বামীর বক্তব্য, সবজি বিক্রি করানো নয়, স্ত্রী মানসিক ভারসাম্যহীন। সে যাতে পালিয়ে না যায়, তার জন্য ওকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। মালদা শহরের রথবাড়ি এলাকার নেতাজি পুর মার্কেট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ধারে শিকলে বন্দি মধ্যবয়স্কা মহিলার ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক থানার আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোরবনা গ্রামের বাসিন্দা অজিত মণ্ডল (৫৫)। প্রায় ২০ বছর ধরে সবজি বিক্রি করেন তিনি। তাঁর স্ত্রী রিতা মণ্ডলের বয়স ৪২ বছর। ২০০০ সালে তাঁদের বিয়ে হয়। বাড়িতে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে কলেজে পড়ার মাঝে কাজের সন্ধানে বাড়ি ছেড়ে পালিয়েছে। বাকি তিনজন কেউ পারে ষষ্ঠ শ্রেণীতে, আবার কেউ পড়ে অষ্টম এবং দশম শ্রেণীতে।
এক চিলতে টালি আর চাটাই দেওয়া অজিত মণ্ডলদের বাড়ি। সংসারের অভাব ঘোচাতে প্রতিদিনই নিয়ম করে শহরের রথবাড়ি সংলগ্ন নেতাজি পুর মার্কেটের বাইরে ১২ নম্বর জাতীয় সড়ক ঘেঁষা রাস্তায় সবজি নিয়ে বসেন অজিত মণ্ডল ও তাঁর স্ত্রীর রিতা মণ্ডল।
দিনে যা বিক্রি হয় তাতে কোনও রকমে চলে যায় ওঁদের। মালদার ইংরেজবাজার শহর থেকে কালিয়াচকের আকন্দবেড়িয়া গ্রামের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার।
ফলে গাড়ি ভাড়া নিয়মিত না জোটাতে পারলে প্রতিদিন হয়তো ওদের বাড়ি যাওয়াও হয় না। তারই মধ্যে নিজের স্ত্রীকে শিকলবন্দি করে সবজি বিক্রির এমন ঘটনা জোর চর্চায়। সবজি বিক্রেতা অজিত মণ্ডলের কথায়, "স্ত্রী রিতার মাথা খারাপ। ওকে ছেড়ে দিলে জাতীয় সড়কে গাড়ি চাপা পড়ে মরবে। তাই ওর পায়ে শিকল বেঁধে রেখেছি। যাতে ছুটে কোথাও চলে না যায়।"
আরও পড়ুন- Flat Building Leaning: বাঘাযতীনে হইহই কাণ্ড! আচমকা একদিকে হেলে পড়ল চারতলা ফ্ল্যাট-বাড়ি