Purba Bardhaman News: পেনের ঢাকনা আটকে ফুসফুসটাই অকেজো হতে বসেছিল, একরত্তি শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

Purba Bardhaman News: প্রাণ সংশয় তৈরি হয়ে গিয়েছিল শিশুটির। তবে আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্য নিয়ে শিশুটিকে যেন নয়া জীবন উপহার চিকিৎসকদের।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Purba Bardhaman News,operation,Burdwan News,Doctors,পূর্ব বর্ধমানের খবর,জটিল অপারেশন

Purba Bardhaman News: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সেই শিশু।

doctors removed the pen cap from the childs throat in a complicated operation: খেলার ছলে পেনের বড় ঢাকনা গিলে ফেলেছিল শিশুটি। এরই জেরে বছর সাতেকের ওই শিশুটির প্রাণ সংশয় পর্যন্ত তৈরি হয়েছিল। তবে দুরন্ত কৌশলে সেই পেনের ঢাকনা শিশুর গলা থেকে বের করলেন চিকিৎসকরা। এককথায় আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে শিশুটির প্রাণ বাঁচালেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগের চিকিৎসকরা। বর্তমানে শিশুটি বিপন্মুক্ত রয়েছে।

Advertisment

বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বছর সাতেকের শিশুটির নাম বাবুলাল হোসেন। হুগলির দেবখণ্ডে তাঁদের বাড়ি। আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হাসপাতাল থেকে শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানতে পারেন, একটি পেনের ঢাকনা নিয়ে খেলতে খেলতে শিশুটি সেটি মুখে ঢোকায়। কোনওভাবে সেই পেনের ঢাকনাটি শিশুটির ফুসফুসের বাম দিকে গিয়ে আটকে যায়। 

বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এর জেরে শিশুটির বাম ফুসফুস ক্রমশই অকেজো হয়ে পড়ছিল। এই অবস্থায় তাঁরা প্রথম ব্রঙ্কোস্কোপি করেন। কিন্তু পেনের ঢাকাটি আকারে বড় হওয়ায় সেটি বেরিয়ে আসেনি। এরপর তাঁরা ট্র্যাকিওস্টোমি করেন এবং ট্র্যাকিওস্টোমির মাধ্যমে অনুনাসিক এণ্ডোস্কোপ এবং এফ.বি. অপসারণ পদ্ধতিতে ঢাকনাটি বের করে আনতে সক্ষম হন চিকিৎসকরা। বর্তমানে শিশুটি বিপদমুক্ত এবং সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আরও পড়ুন- West Bengal News Live: মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

Advertisment

হাসপাতালের সুপার চিকিৎসক তাপস ঘোষ জানিয়েছেন, পেনের ঢাকনাটি শিশুটির ফুসফুসে যভাবে আটকে ছিল তাতে তার জীবন সংশয় হতে পারত। ফুসফুস ওপেন করে অপারেশন না করে গলায় একটি ছোট ছিদ্র করে বিকল্প পদ্ধতিতে অপারেশন করে পেনের ঢাকনাটি বের করেছেন  চিকিৎসকরা। তিনজন শল্য চিকিৎসক এবং দু’জন অন্য চিকিৎসক মিলে এই কাজটি করেছেন।

আরও পড়ুন- Kolkata Weather Today:বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, জেলায়-জেলায় ফের নামবে পারদ, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

বর্ধমান হাসপাতালের সুপার চিকিৎসক তাপস ঘোষ আরও জানিয়েছেন, এমন অপারেশন সরকারি হাসপাতালে এই প্রথম বলা যায়। এই অভিজ্ঞতার কথা আরও ছড়িয়ে দিয়ে আরও কিছু জীবন বাঁচানো সম্ভব বলে তাঁদের ধারণা। শিশুটির মা আয়েষা বেগম বলেন, "আমার ছেলে অপারেশনের পর পাঁচদিন ICU-তে ছিল। এখন সে ভালো আছে। বর্ধমান হাসপাতালের ডাক্তারবাবুরা দারুণভাবে চিকিৎসা করে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন।"

আরও পড়ুন- Malda News: মালদায় ফের বিরাট ষড়যন্ত্র? 'বিপদ' বুঝেই প্রাণভয়ে গাড়ি নিয়ে সটান থানায় কংগ্রেস নেতা

burdwan Purba Bardhaman Rare Surgery Surgery news in west bengal news of west bengal