West Bengal News Highlights: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা, 'কালীঘাটের কাকু'র পর এবার কুন্তলের কণ্ঠস্বরের নমুনা নেবে CBI

West Bengal News Highlights Today 14 Feb, 2025:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cbi summoned a doctor in kuntal ghosh letter issue

News in West bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights:প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই। ব্যাঙ্কশাল কোর্টে বিশেষ সিবিআই আদালতে কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আবেদন করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়েছে আদালত। আগামী ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। 

Advertisment

অন্ধ্রপ্রদেশে আতঙ্ক তৈরি করেছে বার্ড ফ্লু। দক্ষিণের রাজ্যের পূর্ব গোদাবরী জেলায় বার্ড ফ্লু আক্রান্ত হয়ে ইতিমধ্যেই লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে। সেখানে মুরগি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই জেলা থেকে মুরগি আমদানি ও রফতানি নিষিদ্ধ করেছে প্রশাসন। ওই জেলায় মুরগির মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শ জারি করেছে তেলেঙ্গনা প্রশাসন। এদিকে অন্ধ্রপ্রদেশ থেকেই বিপুল পরিমাণ ডিম আমদানি করে পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবেই তাই উদ্বেগ বাড়ছে। 

মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার বসার পর এই প্রথম তাঁর সাক্ষাৎ হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুই রাষ্ট্রনেতার গুরুত্বপূর্ণ বৈঠকও হল। একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে দুই শীর্ষ নেতার। সেই বৈঠকের পরেই যৌথ সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প-মোদী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই  ট্রাম্প বলেন, "আমেরিকা বাংলাদেশের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। বাংলাদেশের সমস্যা মেটানোর ভার আমি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছাড়লাম।"

  • Feb 14, 2025 17:38 IST

    West Bengal News Live: উল্টে গেল পুণ্যার্থী বোঝাই ম্যাটাডর, ইংরেজবাজারে আহত বহু যাত্রী

    গঙ্গাস্নান করে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুণ্যার্থী বোঝাই একটি ম্যাটাডোর গাড়ি। এই ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২০ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয়রা মালদা মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করেন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার দামোদরপুর এলাকার মালদা- মানিকচক রাজ্য সড়কে।



  • Feb 14, 2025 17:37 IST

    West Bengal News Live: প্রেমদিবসে ব্যতিক্রমী ছবি মালদার স্কুলে, মাতৃ-পিতৃ পূজন খুদে পড়ুয়াদের

    পাশ্চাত্য সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে ভারতীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন মালদা শহরের এক বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার প্রেমদিবসের দিন পিতা-মাতার প্রতি সন্তানের প্রেম-ভালবাসার চিরন্তন ছবি তুলে ধরতে আয়োজন করলেন মাতৃ-পিতৃ পূজন কার্যক্রম। শুক্রবার এমনই মাতৃ-পিতৃ পূজনের আয়োজনকে ঘিরে আনন্দ মুখরিত হয়ে উঠল মালদা শহরের অরবিন্দ পার্ক এলাকার ওই বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণ।



  • Advertisment
  • Feb 14, 2025 16:26 IST

    West Bengal News Live:নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ধৃত তৃণমূল নেতা

    এক মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাঙড়ের বামনঘাটা এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বামনঘাটা এলাকায় হরিনাম সংকীর্তনের সময় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সংকীর্তন চলাকালীন মহিলারা দধি টানার খেলায় ব্যস্ত ছিলেন। সেই সময় পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডল, যিনি মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ, এক নাবালিকাকে টানাটানি করেন। তাঁর জামাকাপড় ছিঁড়ে যায় এবং আপত্তিকরভাবে ওই নাবালিকাকে তিনি স্পর্শ করেন বলেও অভিযোগ ওঠে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।



  • Feb 14, 2025 14:50 IST

    West Bengal News Live:শিশুই চিনিয়ে দিল মায়ের খুনিকে

    গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাই-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের আনন্দীপুর এলাকায়। মৃত গৃহবধূর পাঁচ বছরের শিশু সন্তানের সামনে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে মৃতের পরিবার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। নারকীয় এই হত্যাকাণ্ডের পর থেকে পলাতক নিহতের স্বামী ও শ্বশুর। 

    বিস্তারিত পড়ুন- Malda News: ৫ বছরের শিশুই চিনিয়ে দিল মায়ের খুনিকে, তোলপাড় মালদায়



  • Feb 14, 2025 14:12 IST

    West Bengal News Live:নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

    অ্যাসিড হামলার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। 



  • Feb 14, 2025 14:04 IST

    West Bengal News Live:নাইট শিফটে কর্মরত মহিলাদের সুরক্ষায় জোর

    সল্টলেক সেক্টর ফাইভ এবং সংলগ্ন এলাকায় নাইট শিফটে কর্মরত মহিলাদের সুরক্ষা নিয়ে স্বরাষ্ট্রসচিবকে বিশেষ দল তৈরি ও পর্যাপ্ত নির্দেশিকা তৈরির পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাতে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষার ব্যাপারে রাজ্যকেই পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে বলে জানিয়েছে উচ্চ আদালত। এক্ষেত্রে অফিসারদের নিয়ে একটি দল তৈরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।



  • Feb 14, 2025 13:50 IST

    West Bengal News Live: টোটোচালকদের বিশেষ পরিচয়পত্র

    নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল এক টোটো চালকের বিরুদ্ধে। নৃশংস সেই হত্যাকাণ্ডের পর নিউটাউনের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। তারপরেই নড়েচড়ে বসে বিধান নগর পুলিশ কমিশনারেট। কমিশনারেট এলাকায় অপরাধ কমাতে এবার নজিরবিহীন পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সল্টলেক এলাকার ই রিকশাচালকদেরবিশেষ পরিচয় পত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো শুক্রবার সল্টলেকের ই রিক্সা চালকদের হাতে তুলে দেওয়া হলো পরিচয় বিশেষ পরিচয় পত্র। ওই পরিচয় পত্রের সঙ্গে রয়েছে তিনটি শংসাপত্র। 

    বিস্তারিত পড়ুন-E-rickshaw: নজিরবিহীন পদক্ষেপ প্রশাসনের! ই রিকশাচালকদের রাখতেই হবে বিশেষ এই জিনিসটি



  • Feb 14, 2025 12:30 IST

    West Bengal News Live: বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট

    বাজারে ৫০ টাকার নতুন নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, শীঘ্রই বাজারে আনা হবে ৫০ টাকার নতুন নোট। শীঘ্রই বাজারে আসছে ৫০ টাকার এই নতুন নোট। তবে নতুন নোটে বিশেষ কোনও বদল হবে না বলেই জানা গিয়েছে। নতুন ৫০ টাকার নোট বাজারে আনা হলেও পুরনো ৫০ টাকার নোটগুলো কিন্তু বাতিল হচ্ছে না। নতুনের পাশাপাশি পুরনো নোটগুলোও সমানভাবে চলবে।

    বিস্তারিত পড়ুন- New 50 Rupees Note: বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট, তবে কি পুরনো নোট বাতিল হচ্ছে?



  • Feb 14, 2025 11:22 IST

    West Bengal News Live:ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল

    আবারও বাতিল থাকবে গুচ্ছগুচ্ছ লোকাল ট্রেন। আগামিকাল অর্থাৎ শনিবার ও আগামী রবিবার তারকেশ্বর শাখায় বাতিল থাকছে বহু লোকাল ট্রেন। এই ট্রেন বাতিলের জেরে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হতে পারে নিত্যযাত্রীদের। জানা গিয়েছে, নসিবপুর ও সিঙ্গুরের মাঝে ব্রিজ মেরামতির কাজ চলার জেরে আগামী শনি ও রবিবার লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল।

    বিস্তারিত পড়ুন- Local Train Cancel: শনি ও রবিবার বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, কোন শাখায়?



  • Feb 14, 2025 09:37 IST

    West Bengal News Live:দুর্ঘটনার কবলে বাংলাদেশি বার্জ

    বজবজ থেকে বাংলাদেশ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশি পণ্যবাহী বার্জ। গতকাল দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গা নদীর চড়ায় ধাক্কা মারে বাংলাদেশি বার্জ 'সি ওয়ার্ল্ড'। চড়ায় ধাক্কা মারার পর বার্জের পাটাতন ফেটে জল ঢুকতে শুরু করে। খবর আসে সাগর থানার কাছে। সাগর থানার পুলিশ গিয়ে বাংলাদেশি ১২ জন নাবিককে উদ্ধার করে।



  • Feb 14, 2025 09:35 IST

    West Bengal News Live:একরত্তি শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

    খেলার ছলে পেনের বড় ঢাকনা গিলে ফেলেছিল শিশুটি। এরই জেরে বছর সাতেকের ওই শিশুটির প্রাণ সংশয় পর্যন্ত তৈরি হয়েছিল। তবে দুরন্ত কৌশলে সেই পেনের ঢাকনা শিশুর গলা থেকে বের করলেন চিকিৎসকরা। এককথায় আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে শিশুটির প্রাণ বাঁচালেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগের চিকিৎসকরা। বর্তমানে শিশুটি বিপন্মুক্ত রয়েছে।

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: ফুসফুসটাই অকেজো হতে বসেছিল, দুরন্ত তৎপরতায় একরত্তি শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসকরা



  • Feb 14, 2025 09:10 IST

    West Bengal News Live: বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

    এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেই সঙ্গে নতুন করে ফের একবার পারদ পতনের সম্ভাবনা তৈরি হয়েছে। তারই জেরে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আবারও নতুন করে শীতের অনুভূতি জোরালো হতে পারে। 

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, জেলায়-জেলায় ফের নামবে পারদ, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট



West Bengal Bengali News Today news in west bengal news of west bengal