Husband performs funeral rites for living wife: প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, ক্ষিপ্ত স্বামী নিজের স্ত্রীর জীবন্ত শ্রাদ্ধ পালন করলেন। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচোলের হরিশচন্দ্রপুর ১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় (৩৫)। দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত ১৮ মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার শুরু করেছেন।
দ্রৌপদীর স্বামী অচিন্ত্য রায় এভাবে স্ত্রীর পালিয়ে যাওয়াটা মন থেকে মেনে নিতে পারেননি। মর্মাহত স্বামী স্ত্রীকে চিরতরে ভুলে যেতে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেছিলেন। অচিন্ত্য পেশায় রাজ মিস্ত্রি। পার্শ্ববর্তী বরুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল অচিন্ত্যর। সাতপাকে বাঁধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তাঁরা। একসঙ্গে ১৯টা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করে অভিযুক্ত স্ত্রী। এমনকী স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ারও করেন। এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে বলে অভিযোগ তোলা হয়। তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তাঁর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন স্বামী। শুধু স্বামীই নন, তাঁর পরিবারের অন্যরা বাড়ির বউয়ের শ্রাদ্ধানুষ্ঠানে সামিল ছিলেন।
মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন অচিন্ত্য। পুরোহিত মন্ত্র পাঠ করেন, গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনও ঘটনা না ঘটে তাই এই কাজ করা হয়েছে। পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন, তাঁদের বাড়ির বধূ অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছে। তাই তাঁরা তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। গ্রামে যাতে আর এই ধরনের কোনও ঘটনা না ঘটে তারই বার্তা দিতে চেয়েছেন তাঁরা।
আরও পড়ুন- Unique Story: মাছ ব্যবসায়ী যখন প্রধান শিক্ষক, একাত্তরের 'যুবকে'র 'জানকবুল লড়াই' যেন রূপকথার গল্প
এদিকে, স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে স্বামী অচিন্ত্য বলেন, "পরিবারে কোনও অশান্তি ছিল না। তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল। রাজমিস্ত্রির কাজ করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম। স্ত্রী গভীর রাতে ফোনে কথা বলত। আমি অনেক শাসন করেছিলাম। শ্বশুরবাড়িতেও জানিয়েছিলাম। এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই। সমস্ত নতুন কাপড়, বিয়ের অলঙ্কার ও ব্যাঙ্কের চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত রোজগার নিয়ে পালিয়ে গিয়েছে। থানায় নিখোঁজ ডায়েরি করি। এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করে স্ত্রী। তাই বাধ্য হয়ে ওকে জীবন্ত থাকাকালীনই মৃত বলে মনে করেছি ও শ্রাদ্ধানুষ্ঠানও করেছি।"
আরও পড়ুন- West Bengal News Live: 'খড়গপুরে ঠিকই করেছেন দিলীপ ঘোষ', BJP নেতার প্রশংসায় তৃণমূলের হুমায়ুন
এদিকে, চাঞ্চল্যকর আরও একটি ঘটনার হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পাল্লায়। স্ত্রী প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে সংসার পেতেছিলেন। সেই আক্রোশে প্রেমিকের বাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। স্ত্রীকে খুন করে নিজের পেটেও সেই ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ।