/indian-express-bangla/media/media_files/2025/05/18/OmngBbxKtnNuYYmWl6GF.jpg)
ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত্যুমিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Hyderabad Fire Incident In Gulzar House Charminar: হায়দ্রাবাদের চারমিনারের কাছে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু। শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা।
গুরুত্বপূর্ণ মহাকাশ মিশনে বড় ধাক্কা খেল ইসরো! মন ভাঙল ১৪০ কোটি ভারতীয়'র
হায়দ্রাবাদের চারমিনারের কাছে গুলজার হাউস ভবনে অগ্নিকাণ্ডে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সাথে সাথে নিহতদের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে গুলজার হাউস নামে একটি ভবনে আকস্মিক আগুন লেগে ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
A devastating fire broke out in Gulzar House, under the jurisdiction of Mir Chowk Police Station in Hyderabad. The flames quickly engulfed the area, prompting a swift response from fire and rescue teams, who managed to save several people trapped inside.
— Vishnu Vardhan Reddy (@SVishnuReddy) May 18, 2025
Sadly, three individuals… pic.twitter.com/pi6POh8vNA
সকাল সাড়ে ৬টার দিকে গুলজার হাউসে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। এরপর, দলটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অনেক লোককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রায় ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
A devastating fire broke out in Gulzar House, under the jurisdiction of Mir Chowk Police Station in Hyderabad. The flames quickly engulfed the area, prompting a swift response from fire and rescue teams, who managed to save several people trapped inside.
— Vishnu Vardhan Reddy (@SVishnuReddy) May 18, 2025
Sadly, three individuals… pic.twitter.com/pi6POh8vNA
শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি জারি করেছে। প্রধানমন্ত্রী বলেন, "হায়দ্রাবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি"। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা মোদীর।