Advertisment

RG Kar Protest: ফুৎকারে উড়ল তৃণমূল বিধায়কের 'হুঁশিয়ারি'! আরজি কর কাণ্ডের প্রতিবাদে জনস্রোত

Kolkata Doctor Rape Murder: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে প্রতিদিন পথে নেমে চলছে বিক্ষোভ-আন্দোলন। এবার এই বিক্ষোভ-আন্দোলনের পিছনে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন তৃণমূলের এক বিধায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Case, RG Kar Protest, Canning, TMC Mla Paresh ram das, আরজি কর কাণ্ডের প্রতিবাদ, ক্যানিং, তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ক্য়ানিংয়ে মিছিল। ছবি: মীনা মণ্ডল।

RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদ রাজ্যজুড়ে চলছে। দিকে-দিকে স্কুল-কলেজের প্রাক্তনীরাও প্রতিবাদ মিছিলে হাঁটছেন। তবে নাগরিক সমাজের একাংশের এই প্রতিবাদে চক্রান্তও দেখছে তৃণমূল। প্রতিবাদ মিছিলে যাতে কেউ না যায়, সে ব্যাপারে দলের নেতা-কর্মীদের রীতিমতো নির্দেশ দিয়েছিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস, অনন্ত ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপিংস ঘিরে এমনই দাবি জোরালো হয়।

Advertisment

এই অডিও ক্লিপিংসটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে লাভের লাভ অবশ্য কিছুই হয়নি। একজোট হয়ে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলে হেঁটেছেন ক্যানিংয়েও।

ভাইরাল অডিও ক্লিপিংসে তৃণমূল বিধায়ককে কী বলতে শোনা গিয়েছিল? 

"সিপিএম, কংগ্রেস, বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক দল আরজি করের ঘটনাকে কেন্দ্র করে রাত দখলের ডাক দিয়েছে। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। আমাদের যত প্রধান, সদস্য, কর্মাধক্ষ, নেতা-কর্মীরা আছেন প্রত্যেকে প্রতি বুথে দায়িত্ব পালন করবেন। যাতে 'রাত দখলে' কেউ না বেরোয় সেটা দেখবেন। বিশেষ করে আমাদের সমর্থক পরিবারের ছেলেমেয়েরা যাতে আবেগের বশবর্তী হয়ে ওই মিছিলে না বেরোয়। যদি কেউ বেরোয় আমরা সাসপেন্ড করব। দলকে কালিমালিপ্ত করা চেষ্টা চলছে।"

আরও পড়ুন- Weather Update: রোদ ঝলমলে আকাশ দিয়ে সপ্তাহের শুরু, দিন কয়েকেই ফের বিরাট বদল আবহাওয়ায়?

যদিও বিধায়কের এমন হুমকিতে কাজের কাজ যে কিছুই হয়নি তা বোঝা গেল রবিবারই। ওই দিন ক্যানিংয়ে আরপজি কর কাণ্ডের প্রতিবাদে ডেভিড সেশুন হাইস্কুলের প্রাক্তন পড়ুয়ারা পথে নেমেছিলেন। ক্যানিং রেল স্টেশন থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। তরুণী চিকিৎসককে খুনের বিচারের দাবিতে পথে নামেন স্কুলের প্রাক্তন পড়ুয়ারা। ক্যানিং হাসপাতাল মোড় পর্যন্ত যায় এই মিছিল।

আরও পড়ুন- RG Kar Incident: হঠাৎ আরজি করের নির্যাতিতার পরিবারকে ফোন কুণালের, কী কথা হল?

RG Kar Medical College South 24 Pgs West Bengal protest
Advertisment