illegal firearms:বছর ঘুরলেই ভোট, বেআইনি আগ্নেয়াস্ত্রের রমরমা বাংলায়! জেলায়-জেলায় বোমা-গুলি-বন্দুক উদ্ধার

illegal firearms:বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে জেলায়-জেলায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা রীতিমতো চর্চায়।

illegal firearms:বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে জেলায়-জেলায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা রীতিমতো চর্চায়।

Gopal Thakur & Mina Mondal
New Update
Murshidabad, South 24 Parganas, illegal firearms, arrested, multiple persons, police operation, arms seizure, criminal activity, West Bengal crime news, weapons recovery,মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, আগ্নেয়াস্ত্র, গ্রেফতার, কয়েকজন আটক, পুলিশ অভিযান, অস্ত্র উদ্ধার, অপরাধমূলক কার্যকলাপ, পশ্চিমবঙ্গ অপরাধ সংবাদ, অবৈধ অস্ত্র জব্দ

arms seizure: জেলায়-জেলায় উদ্ধার আগ্নেয়াস্ত্র।

police operation-arms seizure: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মুড়ি-মুড়কির মতো বোমা, বন্দুক, গুলি বাজেয়াপ্ত হচ্ছে জেলায়-জেলায়। ঘটছে একের পর এক গ্রেফতারি। ফের মুর্শিদাবাদ থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতারি। একই ঘটনা দক্ষিণ ২৪ পরগনাতেও।

Advertisment

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা কুমরিপুর এলাকার বাসিন্দা মনজুর আলি। গত শনিবার রাতে কেবলরামপুর এলাকার একটি ওয়েটিং রুমে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে তাকে আটক করে পুলিশ। তল্লাশিতে তার কাছে মেলে একটি রাইফেল ও দুটি গুলি। তাকে গ্রেফতার করা হয়।

ধৃতকে হেফাজতে নিয়ে জেরায় মেলে নয়া তথ্য। বুধবার সকালে মনজুর আলির বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হয় একটি ওয়ান-শটার পিস্তল ও ১ রাউন্ড গুলি। 
পুলিশ ধৃতের কাছে মেলা আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল তা খতিয়ে দেখছে। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: যুবককে দেখেই সন্দেহ পুলিশের, শিয়ালদহ স্টেশনের কাছে বড়সড় গ্রেফতারি!

অন্যদিকে, মুর্শিদাবাদের রানিনগরে পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ আরও এক যুবক গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে রানিনগর মোহনগঞ্জ বাজারে অতর্কিতে অভিযানে ধরা পড়ে মোহনগঞ্জ গুড়িপাড়ার বাসিন্দা বাপ্পা মণ্ডল ওরফে বুলেট (২৭)। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। 

আরও পড়ুন-puri jagannath temple: স্বাধীনতা দিবসের মুখে পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকি, হুলস্থূল ফেলা কান্ডে তুমুল আতঙ্ক

অন্যদিকে, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও। নরেন্দ্রপুরে একটি খুনের তদন্তে নেমে বনহুগলির কলা বাগানের ঝোপে মজুত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, এই জেলারই বারুইপুর পদ্মপুকুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ মহম্মদ আলতাফ ঋত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Bengali News Today Arms Recovered Arrested