West Bengal News Live Updates: দিল্লি রওনা মুখ্যসচিব মনোজ পন্থের, বিকেলেই নির্বাচন কমিশনে হাজিরা, আজই কড়া কোনও পদক্ষেপ?

West Bengal News Live Updates 13 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Live Updates 13 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
manoj panth,election commission,west bengal news today,latest bengali news,bangla khabar,kolkata news,মনোজ পন্থ, নির্বাচন কমিশন

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News Live Updates: নির্বাচন কমিশন সুপারিশ করলেও ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে চার অফিসারকে সাসপেন্ড করেনি নবান্ন। তারই জেরে আজ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে নির্বাচন কমিশনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালের বিমানে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে উড়ে গিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিকেলে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে হাজিরা দেবেন তিনি। পন্থের বিরুদ্ধে আজ নির্বাচন কমিশন কড়া কোনও পদক্ষেপ করে কিনা সেদিকে নজর থাকবে।

Advertisment

জম্মু ও কাশ্মীরের উরিতে আবারও জঙ্গিদের  অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার (১৩ আগস্ট) সকালে উত্তর কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। গত ১৩ দিনে এটি সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তৃতীয় সংঘর্ষ।

আরও পড়ুন- Road Accident: বীভৎস দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে গেল পুণ্যার্থী বোঝাই গাড়ি, মৃত্যুমিছিল, হাহাকার, বুক ফাটা আর্তনাদ

Advertisment

গত শনিবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহর কলকাতা এবং হাওড়ার বিভিন্ন অংশে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশকর্মীদের মারধরের অভিযোগ পর্যন্ত উঠেছে। ঘটনার CCTV ফুটেজ খতিয়ে দেখে এই প্রথম একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- IIT:স্বাধীনতার পরেই উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নে বৃহত্তর ভাবনা, ফিরে দেখা IIT-র 'গর্বের যাত্রা'!

ধৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিকে নবান্ন অভিযানে পুলিশকে কটূক্তি-হুমকির অভিযোগে BJP-র বিধায়ক-সহ ৬ নেতাকে তলব করা হয়েছে। অর্জুন সিং, অশোক দিন্দা, সজল ঘোষের মত বিজেপি নেতাদের পুলিশ তলব করেছে।

আরও পড়ুন- ট্রাম্প-মোদীর সাক্ষাৎ নিয়ে চলছে জোর জল্পনা, মিটতে চলেছে ভারত-মার্কিন বাণিজ্য সংঘাত?

আরও পড়ুন- Kolkata Weather Update: বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ, প্রবল ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনা কোন কোন জেলায়?

  • Aug 13, 2025 12:46 IST

    Kolkata News Live Updates:পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

    ভিনরাজ্যে কাজে গিয়ে আবারও অস্বাভাবিক মৃত্যু মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। সাদ্দাম হোসেন নামে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে চেন্নাইয়ে। তার পরিবারের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে সাদ্দামকে। মাস দু'য়েক আগে বছর পঁচিশের সাদ্দাম চেন্নাইতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। মৃতদেহ মুর্শিদাবাদের বাড়িতে ফেরাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার।



  • Aug 13, 2025 12:26 IST

    Kolkata News Live Updates:পাকিস্তানকে তীব্র কটাক্ষ মিঠুনের

    "আমরা একটি বাঁধ তৈরি করব, যেখানে ১৪০ কোটি মানুষ তাতে প্রস্রাব করবে, তারপর আমরা গেট খুলে দেব, সুনামি আসবে...ভেসে যাবে পাকিস্তান"। এভাবেই পাক সেনা প্রধান আসিম মুনিরের এবং প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিলেন তারকা অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

    বিস্তারিত পড়ুন- Mithun Chakraborty On pakistan: '১৪০ কোটির প্রস্রাব... সুনামিতে ভেসে যাবে', পাকিস্তানকে তীব্র কটাক্ষ অভিনেতা মিঠুনের



  • Aug 13, 2025 12:25 IST

    Kolkata News Live Updates:বাঁধ ভেঙে বিপত্তি

    অবশেষে আশঙ্কায় সত্যি হল! কোটি কোটি টাকায় সদ্য তৈরি ভূতনি বাঁধ গঙ্গার জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। বুধবার সকালে ৬টায় ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুর এলাকায় বাঁধ ভেঙে গঙ্গা নদীর জল হু হু করে একাধিক গ্রামে ঢুকতে করতে শুরু করেছে। যার ফলে অসংখ্য মানুষ ঘরবাড়ির থেকে আসবাবপত্র নিয়ে কোনরকমে পালাবার চেষ্টা চালিয়েছে। স্থানীয় গ্রামবাসী থেকে স্থানীয়  বিরোধীদলের নেতাদের অভিযোগ, মাস কয়েক আগেই প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই ভূতনি বাঁধ তৈরি করেছিল সেচ দপ্তরের অধীনস্ত একটি ঠিকাদারি সংস্থা। 

    বিস্তারিত পড়ুন- embankment breach:সরকারের কোটি-কোটি টাকা জলে! তৈরির মাস খানেকের মধ্যেই ধসে পড়ল বাঁধ



  • Aug 13, 2025 10:39 IST

    Kolkata News Live Updates:পুলিশ-গিন্নিদের প্রতিবাদ

    অনুব্রত মণ্ডলের প্রশ্নে কুপোকাত পুলিশ গিন্নিরা। একেবারে নাজেহাল অবস্থা। নবান্ন অভিযানের দিন কলকাতার পুলিশ কমিশনারকে সরাসরি   ....বাচ্চা বলে গালি দিয়ে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রতিবাদে পুলিশ সহধর্মিনীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করেন। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তাঁদের অনুব্রত র পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার প্রসঙ্গ ওঠে। তখন কেটে যায় সাংবাদিক বৈঠকের সুর। 

    বিস্তারিত পড়ুন- police families:স্বামীদের কেন গালাগালি? পুলিশ-গিন্নিরা ফোঁস করতেই উঠল অনুব্রত প্রসঙ্গ, নিমেষে কাটল তাল!



  • Aug 13, 2025 10:37 IST

    Kolkata News Live Updates:জাল আধার কার্ড চক্রের দুই পাণ্ডা গ্রেফতার

    নকল আধার কার্ড তৈরির অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে মালদার চাঁচল থানার পুলিশ। প্রথমে চাঁচোলের সুতি এলাকা থেকে মোস্তফা আব্দুল ওয়াহেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারপর গত সোমবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার উত্তম রামপুর এলাকা থেকে মহম্মদ আজম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

    বিস্তারিত পড়ুন- fake Aadhaar:সূত্রের খবরে অতর্কিতে হানা! জাল আধার কার্ড চক্রের বড়সড় দুই পাণ্ডা গ্রেফতার



  • Aug 13, 2025 10:36 IST

    Kolkata News Live Updates: ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনা

    বঙ্গোপসাগরে নতুন করে আজ ফের একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। তারই জেরে ফের একবার জেলায় জেলায় তুমুল দুর্যোগের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। উপকূলবর্তী দুই জেলা অর্থাৎ দক্ষিণ  ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে কেমন যাবে গোটা রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update: বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ, প্রবল ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনা কোন কোন জেলায়?



tmc bjp Bengali News Today SIR