puri jagannath temple: স্বাধীনতা দিবসের মুখে পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকি, হুলস্থূল ফেলা কান্ডে তুমুল আতঙ্ক

puri jagannath temple: বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে জঙ্গি হামলার হুমকি বার্তা পাওয়ার পরই পুরীর জগন্নাথ ধামে ছড়িয়ে পড়ে তুমুল চাঞ্চল্য।

puri jagannath temple: বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে জঙ্গি হামলার হুমকি বার্তা পাওয়ার পরই পুরীর জগন্নাথ ধামে ছড়িয়ে পড়ে তুমুল চাঞ্চল্য।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

স্বাধীনতা দিবসের প্রাক্কালে পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকি

puri jagannath temple: পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার ভয়ঙ্কর হুমকি। দেওয়ালে লেখা বার্তায় ছড়িয়েছে তুমুল আতঙ্ক। পুরীর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, "মন্দিরের দেয়ালে বেশ কিছু ফোন নম্বরও লেখা আছে। 'প্রধানমন্ত্রী মোদী', 'দিল্লি'-এর মতো শব্দ-এরও উল্লেখ রয়েছে। " পুরীর পুলিশ সুপার (এসপি) পিনাক মিশ্র ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোটা ঘটনায় শুরু হয়েছে তদন্ত। 

Advertisment

এই জেলাগুলিতে, স্বাধীনতা দিবস ১৫ই আগস্ট নয়, দুই দিন পরে পালিত হয়, কেন জানেন?

বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে জঙ্গি হামলার হুমকি বার্তা পাওয়ার পরই পুরীর জগন্নাথ ধামে ছড়িয়ে পড়ে তুমুল চাঞ্চল্য। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুরী প্রশাসন। সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে এবং মন্দির জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ঘটনার জেরে মন্দিরে আগত ভক্তদের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

Advertisment

পুলিশ সূত্রে খবর, মন্দিরের পরিক্রমা মার্গের দেয়ালে জঙ্গি হামলার হুমকি সম্পর্কিত হাতে লেখা কিছু বার্তা পাওয়া গেছে। যার জেরে ভক্ত এবং প্রশাসনের মধ্যে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরের একাধিক সাজসজ্জার আলোও ভেঙে ফেলা হয়েছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর মন্দির প্রাঙ্গণ এবং এর আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

শুধুমাত্র ভারতবর্ষ নয়,বিশ্বের এই দেশগুলিও স্বাধীনতার স্বাদ পেয়েছিল ১৫ অগাস্টেই!

এবিষয়ে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওড়িয়া ভাষায় লেখা হুমকিটি পাওয়া গেছে। গোটা ঘটনায় পুরীর বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। কীভাবে এই ধরনের কার্যকলাপ পুলিস প্রশাসনের নজরে পড়েনি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন। স্থানীয়দের দাবি, পুলিশ সঠিকভাবে টহল না দেওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে।"

স্বাধীনতার জন্য কেন ১৫ অগাস্টকেই বেছে নেওয়া হয়েছিল? ৯৫ শতাংশ মানুষের কাছে আজও উত্তর অজানা

এই বিষয়ে পুরীর এসপি পিনাক মিশ্র ঘটনাস্থল পরিদর্শন করার পর বলেন, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। তিনি বলেন, আমরা কিছু তথ্য পেয়েছি এবং ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে এবং প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মঙ্গলবার রাতে হুমকিমূলক বার্তাটি লেখা হয়েছে। ঘটনার পর মন্দির জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Puri Jagannath Temple