Advertisment

Humayun Kabir: জুনিয়র ডাক্তারদের লাগাতার হুমকি হুমায়ুনের, সুপ্রিম কোর্টে 'নালিশ', শুনেই কী বললেন তৃণমূল বিধায়ক?

IMA's letter to Supreme Court: জুনিয়র ডাক্তারদের নানা সময় নানাভাবে আক্রমণ শানিয়ে চলেছেন মুর্শিদাবাদের ভরতপুপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার তাঁর নামে সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছে চিকিৎসকদের সংগঠন IMA।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Humayun Kabir,Supreme Court, RG Kar Protest, IMA, Junior Doctors, হুমায়ুন কবীর, সুপ্রিম কোর্ট, আইএমএ

তৃণমূল বিধায়কের নামে সুপ্রিম কোর্টে চিঠি IMA-র।

Junior Doctors-Humayun Kabir: জুনিয়র ডাক্তারদের তিনি লাগাতার হুমকি দিয়ে চলেছেন, এবার মুর্শিদাবাদের ভরতপুরের সেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) চিঠি দিল ডাক্তারদের সংগঠন IMA। সোমবার শীর্ষ আদালতে আরজি কর মামলার (RG Kar Case) পরবর্তী শুনানি রয়েছে। সেই শুনানিতে চিকিৎসকদের আইনজীবীরা হুমায়ুন কবীরের হুমকির বিষয়টিও উত্থাপন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকে কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা। একগুচ্ছ দাবিতে শহর কলকাতার পাশাপাশি জেলার মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ আন্দোলনে সামিল রয়েছেন। ঠিক এই আবহে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক বারবার জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।

রাজ্যের একাধিক মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ এনেছেন জুনিয়ার ডাক্তাররা। অবিলম্বে রাজ্য সরকারকে এব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করারও দাবি জানিয়েছেন তাঁরা। রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের হওয়া একাধিক বৈঠকে এই দাবি বারবার তুলেছেন চিকিৎসকরা।

আরও পড়ুন- Suvendu Adhikari: 'মমতা ব্যানার্জিই সমস্যার মূল কারণ', সাগর দত্তের ঘটনায় মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিরোধী দলনেতার

ঠিক এই পরিস্থিতিতে রাজ্যের শাসকদলের এক বিধায়ক লাগাতার চিকিৎসকদের হুমকি দিয়ে চলেছেন বলে অভিযোগ। চিকিৎসকদের অভিযোগ, হুমায়ুন কবীরের হুমকির জেরে জুনিয়র ডাক্তারদের উপর হামলার আশঙ্কা আরও বাড়ছে। অবিলম্বে বিষয়টিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছে চিকিৎসকদের সংগঠন IMA।

আরও পড়ুন- Motivational Story: এ এক অন্য দুর্গা! সংসারের হাল ধরতে মহিলা মৃৎশিল্পীর দুর্ভেদ্য এই লড়াই নয়া দৃষ্টান্ত

আরও পড়ুন- Junior Doctor's protest: স্বাস্থ্যে আবারও বড়সড় সংকটের আশঙ্কা! ফের টানা কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

যদিও এই বিষয়টিতে আমল দিতে নারাজ হুমায়ুন কবীর নিজে। রবিবার তিনি সংবাদমাধ্যমে বলেছেন, "আইন আমরাই তৈরি করি। তাই কোনটা আইনসঙ্গত আর কোনটা বেআইনি এটা খুব ভালো করেই জানি। তবু কারও জন্য যদি আমাকে জেলে যেতে হয়, তবে জামিন পাওয়ার পর ৫০ হাজার লোক নিয়ে জমায়েত করব।"

Humayun Kabir Junior Doctors supreme court IMA
Advertisment