Suvendu Adhikari: আবারও বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক-নার্সদের উপর হামলার ঘটনাতেও মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণে বিরোধী দলনেতা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ই সমস্যার মূল কারণ। উনি যত সময় মুখ্যমন্ত্রী থাকবেন তত সময় এই ধরনের ঘটনা ঘটবে।"
সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই ঘটনা নিয়েও ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার মূল কারণ। উনি যত সময় মুখ্যমন্ত্রী থাকবেন তত সময় এই ধরনের ঘটনা ঘটবে। মহারাষ্ট্রের বদলাপুরে রাম নাম সত্য হে করে দিয়েছে ধর্ষকদের। কিন্তু এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি। লজ্জার বিষয় হল এখানে পুলিশ ডাক্তার এবং ধর্ষক একসাথে জেলে আছে।"
জুনিয়র ডাক্তারদের নজিরবিহীনভাবে হুমকি দিয়ে ফের চর্চায় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এদিন তাঁকেও একহাত নিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর কথায়, "উনি সব সময় এই ধরনের বিতর্কিত কথা বলেন। বাজার মাত করার জন্য এবং প্রচারের আলোতে থাকার জন্য এসব করেন। এসব লোক সম্পর্কে কথা বলা উচিত নয়।"
আরও পড়ুন- Motivational Story: এ এক অন্য দুর্গা! সংসারের হাল ধরতে মহিলা মৃৎশিল্পীর দুর্ভেদ্য এই লড়াই নয়া দৃষ্টান্ত
আরও পড়ুন- Junior Doctor's protest: স্বাস্থ্যে আবারও বড়সড় সংকটের আশঙ্কা! ফের টানা কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের
রবিবার সকালে নন্দীগ্রামের বিরুলিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত' অনুষ্ঠানে যোগ দেন এলাকার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিতে এলাকার বিজেপি নেতৃত্বের অনেকেই উপস্থিত ছিলেন। সেই কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- Paschinmbanga Chatra Samaj: পুজোয় নয়া কর্মসূচি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের, পরে ফের বড় আন্দোলনের পথে