Motivational Story: দুর্গা প্রতিমা বানিয়ে এলাকার মহিলাদের স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন মৃৎশিল্পী বাসন্তী দাস (৫০)। শুধু তাই নয়, স্বামীর মৃত্যুর পর কষ্ট করে প্রতিমা তৈরিতে রীতিমতো সাবলম্বী হয়েছেন বাসন্তীদেবী। তাই তাঁর মতো গরিব পরিবারের আর কোনও মহিলারা যাতে কষ্ট না পান, তার জন্য বিনামূল্যে দেবী দুর্গা সহ বিভিন্ন ধরনের প্রতিমা বানানোর প্রশিক্ষণ দেওয়ারও উদ্যোগ নিয়েছেন মহিলা মৃৎশিল্পী বাসন্তীদেবী।
পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি পঞ্চায়েতের নলডুবিতে বাসন্তীদেবীর বাড়ি। পরিবারে তিন মেয়ে এবং এক ছেলে রয়েছে। প্রতিমা তৈরি করেই তিন মেয়ের বিয়ে দিয়েছেন বাসন্তীদেবী। এখন একমাত্র ছেলেকে লেখা পড়া শেখানোর পাশাপাশি প্রতিমা তৈরি করে আত্মনির্ভর হওয়ার পাঠ দিচ্ছেন বাসন্তী দাস।
উল্লেখ্য, নলডুবি এলাকার বাসিন্দা কৃষ্ণ দাস ছিলেন পরিচিত একজন মৃৎশিল্পী। এক দশক আগে অসুস্থ হয়ে মৃত্যু হয় কৃষ্ণ দাসের। সংসারের হাল ধরতে নাবালক ছেলেমেয়েদের নিয়ে বিপাকে পড়েন স্ত্রী বাসন্তী দাস। যদিও বিয়ের পর থেকেই বাসন্তীদেবী স্বামীর হাত ধরেই প্রতিমা বানানোর কাজ শিখেছিলেন। স্বামীর মৃত্যুর পর সংসারের স্বার্থে প্রতিমা বানানোকেই পেশা হিসেবে বেছে নেন বাসন্তীদেবী। প্রতি বছরই বিভিন্ন পুজো উদ্যোক্তারা বাসন্তী দেবীকে প্রতিমা বানানোর বায়না দিয়ে যান। এবার পুরাতন মালদার এই মহিলা মৃৎশিল্পী চারটি দুর্গা প্রতিমা তৈরি করছেন। যার মধ্যে রয়েছে নলডুবি, বাগানপাড়া এবং ইংরেজবাজার শহরের গয়েশপুর এলাকার ক্লাবগুলি।
মৃৎশিল্পী বাসন্তী দাস বলেন, "স্বামীর হাত ধরেই দেবী প্রতিমা বানানোর কাজ শিখেছিলাম। ফলে স্বামীর মৃত্যুর পর শত কষ্ট করেও এই পেশায় মাধ্যমেই সংসারকে বাঁচাতে পেরেছি। তিন মেয়ের বিয়ে দিয়েছি। একমাত্র ছেলে পড়াশোনা করছে এবং তাকেও দেবী প্রতিমা বানানোর প্রশিক্ষণ দিচ্ছি। আমার মতো যাতে কোনো মহিলারা কষ্ট না পান এবং সহজেই বাড়িতে বসে নির্ভরশীল হতে পারেন তার জন্য বিনামূল্যে প্রতিমা গড়ার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও নিয়েছি।"
আরও পড়ুন- Paschinmbanga Chatra Samaj: পুজোয় নয়া কর্মসূচি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের, পরে ফের বড় আন্দোলনের পথে
তাঁর কথায়, "এলাকার মহিলাদের বলি নিজেদের আত্মনির্ভর হওয়ার জন্য এই ধরনের হাতের কাজ শিখে রাখাটা অত্যন্ত জরুরি। ছেলের সহযোগিতা নিয়ে এবারে চারটি দুর্গা প্রতিমা তৈরি করছি। পুজো উদ্যোক্তারা ভালো দামও দিচ্ছেন। এরই পাশাপাশি গণেশ, বিশ্বকর্মা, কালী সহ আরো নানান ধরনের দেব দেবীর মূর্তি ও গড়ি।"