Advertisment

RG Kar Case: ময়নাতদন্তে চাপ, 'রক্তগঙ্গা' বয়ে যাওয়ার হুমকি, বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড়

RG Kar Case Update: আরজি কর কাণ্ডে এবার বিস্ফোরক অভিযোগ হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাসের। তাঁর অভিযোগ, ময়নাতদন্ত করার ক্ষেত্রে চাপ দেওয়া হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
RG Kar Incident Update

বিস্ফোরক অভিযোগ ডাক্তার অপূর্ব বিশ্বাসের

RG Kar Incident Update:: আরজি কর কাণ্ডে এবার ভয়ঙ্কর অভিযোগ হাসপাতালেরই ফরেন্সিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাসের। ময়নাতদন্ত করার ক্ষেত্রে চাপ দেওয়া হয়েছিল। ঘটনার রাতের মধ্যেই যদি ময়নাতদন্ত না হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ারও হুমকি দেন নির্যাতিতার এলাকার কোনও এক প্রাক্তন কাউন্সিলর। এমনই অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে। প্রায় সাড়ে ছ'ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোনোর সময় এমনটাই জানিয়েছেন অপূর্ব বিশ্বাস।

Advertisment

বানের জলে ভেঙেছিল বাড়ি, শুভেন্দু বেতন থেকে ৫ লক্ষ টাকা দিতেই কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসী

ঠিক কী জানিয়েছেন ওই চিকিৎসক? সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাস বলেন, মৃত্যুর দিন তড়িঘড়ি ময়নাতদন্তে চাপ দেন মৃতার 'কাকা' পরিচয়ে এক এক্স কাউন্সিলার। যদিও কে সেই এক্স কাউন্সলিলার তার নাম অবশ্য সংবাদ মাধ্যমের সামনে জানান নি তিনি। ওই চিকিৎসকের আরও অভিযোগ, মৃতার সঙ্গে 'রক্তের সম্পর্ক' না থাকলেও 'কাকা' পরিচয়ে ওই ব্যক্তি তাঁকে বলেন, তড়িঘড়ি ময়নাদতদন্ত না করলে রক্তগঙ্গা বয়ে যাবে। 

বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে বিরাট বৈঠক, সোমবার বর্ধমানে মুখ্যমন্ত্রী

আরজি কর কাণ্ডের তদন্তে সিবিআই স্ক্যানার রয়েছে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে ও চিকিৎসক সৌরভ পাল। পাশাপাশি জেরার জন্য ডেকে পাঠানো হয় হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাসকে। এদিন প্রায় সাড়ে ৬ ঘন্টা তাকে জেরা করা হয়। শনিবার মধ্যরাত পর্যন্ত চিকিৎসক ধর্ষণ ও খুনের তদন্তে বিরূপাক্ষ-অভীক দে'কে জেরা করা হয়।  ফের রবিবার সকালে এই তিনজনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি টালা থানার SI চিন্ময় বিশ্বাসকেও দীর্ঘক্ষণ চলে জেরা। ৯ অগাষ্ট সেমিনার রুমের ভাইরাল ভিডিওতে বিরূপাক্ষ অভীক সহ বেশ কয়েকজন সন্দীপ ঘনিষ্ঠ উত্তরবঙ্গ লবির বহিরাগত চিকিৎসককে দেখা যায়। পাশাপাশি সিবিআই সূত্রে খবর ধর্ষণ খুনের তদন্তে সামনে এসেছে বেশ কিছু ফোন নম্বর। সেদিন যে সকল বহিরাগতরা সেমিনার রুমে ছিলেন তাদের একটি তালিকা তৈরি করেছে সিবিআই। সেই তালিকার সূত্র সন্দীপ ঘনিষ্ঠ তিন চিকিৎসককে চলছে জেরা পর্ব।

দুপুরের পরই আবহাওয়ার ম্যাজিক বদল? ফের পুজোর মুখে ভাসবে বাংলা? রইল আবহাওয়ার বিরাট আপডেট

আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় বারে বারে উঠে এসেছে বিরূপাক্ষ বিশ্বাস-অভীক দে'র নাম। সেমিনার হলে ভাইরাল হওয়া সেদিনের ভিডিওতেও দেখা গিয়েছিল সন্দীপ ঘনিষ্ঠ দুই চিকিৎসক নেতাকে। একই সঙ্গে 'থ্রেট কালচারের' সঙ্গেও নাম জড়িয়েছে তাদের। এবার সিবিআইয়ের স্ক্যানারে দুই চিকিৎসক সহ বেশ কয়েকজন। শনিবার আরজি কাণ্ডে বহিষ্কৃত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে-অভীক দে-কে সিজিওতে ডেকে পাঠায় সিবিআই। ফের রবিবার চলে জেরা। অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ এরা। বিরূপাক্ষ-অভীকের বিরুদ্ধে মেডিক্যাল কলেজে ‘দাদাগিরি’র অভিযোগ উঠেছে। এর সঙ্গে, আরজি কর-কাণ্ডের পর ঘটনাস্থলে বহিষ্কৃত চিকিৎসক অভীক দে-বিরূপাক্ষ বিশ্বাসের উপস্থিতি নিয়েও একাধিক প্রশ্ন সামনে আসে। তার মাঝে ফরেনসিক মেডিসিনের চিকিৎসকের এই অভিযোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

sandip ghosh RGKar medical college & hospital cbi
Advertisment