IMD Weather Forecast:নিন্মচাপের ভ্রূকুটি! জেলায় জেলায় তুমুল বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস, বিরাট সতর্কতা জারি

Kolkata Weather LATEST update:আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ ও ২৯ অগাস্ট দক্ষিণ বাংলার সমস্ত জেলায় মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

Kolkata Weather LATEST update:আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ ও ২৯ অগাস্ট দক্ষিণ বাংলার সমস্ত জেলায় মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update,  23 August Rain Alert,  Low Pressure Bay of Bengal,  Heavy Rainfall Warning  ,Kolkata Weather Today,  South Bengal Rain  ,North Bengal Rainfall  ,IMD Weather Forecast  ,Thunderstorm and Gusty Wind,  Flood and Landslide Risk,পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেট,  ২৩ আগস্ট বৃষ্টির সতর্কতা  ,বঙ্গোপসাগরে নিম্নচাপ  ,অতি ভারী বৃষ্টি  ,কলকাতা আজকের আবহাওয়া,  দক্ষিণবঙ্গে বৃষ্টি,  উত্তরবঙ্গে বৃষ্টিপাত , আবহাওয়া দপ্তরের পূর্বাভাস,  বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া,  বন্যা ও ভূমিধসের আশঙ্কা

Heavy Rainfall Warning: কলকাতা শহরেও আজ প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে।

Kolkata Weather LATEST update: ভয়াবহ নিন্মচাপের ভ্রূকুটি!বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা থেকে জেলা। সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisment

আরও পড়ুন- রাজপথে জনজোয়ার! TMCP প্রতিষ্ঠা দিবসে 'অচল' কলকাতা, বিধানসভা নির্বাচনের বড় চ্যালেঞ্জের মুখে শীর্ষ নেতৃত্ব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি বুধবার সকালে আরও শক্তিশালী হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। নিন্মচাপটি বর্তমানে ওড়িশা উপকূলের কাছাকাছি সমুদ্রে অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী,পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিন্মচাপটি ওড়িশায় প্রবেশ করবে। যদিও নিম্নচাপ সরাসরি বাংলার উপর প্রভাব সেভাবে পড়বে না। 

Advertisment

তবে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ ও আগামীকাল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরের জেলাগুলির জন্য আলিপুর আবহাওয়া দফতর ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ইতিমধ্যেই ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

দক্ষিণ বঙ্গের পূর্বাভাস:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ ও ২৯ অগাস্ট দক্ষিণ বাংলার সমস্ত জেলায় মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ অগাস্ট শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং অধিকাংশ জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে।

উত্তর বঙ্গের পূর্বাভাস:
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জেলায় ৭–১১ সেন্টিমিটার পরিমাণে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৮ ও ২৯ অগাস্ট একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে বজ্রপাত এবং ৩০–৪০ কিমি/ঘণ্টা গতিবেগের ঝোড়ো হাওয়া। 

আরও পড়ুন-নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে উথালপাথাল রাজনীতি! টিএমসিপি প্রতিষ্ঠা দিবসেই ইঙ্গিতপূর্ণ বার্তা তৃণমূল সুপ্রিমোর

২৮ অগাস্ট ওড়িশা উপকূল এবং উত্তর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকতে পারে। হাওয়ার গতি ৩৫–৪৫ কিমি/ঘণ্টা, লাফিয়ে ৫৫ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। আবহাওয়া দফতর মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে। তবে, পশ্চিমবঙ্গ উপকূলে কোনও সতর্কতা জারি করা হয়নি।

Bengal Weather Alipore Weather Office weather IMD