Panskura:'আরজি কর কাণ্ড ঘটিয়ে দেব', পাঁশকুড়ায় চিপস-চুরির অপবাদে আত্মঘাতী কিশোরের মাকে হুমকি

Panskura chips incident: মাস দেড়েক আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চিপস চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে মারধর করেছিলেন দোকানমালিক। অপমানে আত্মঘাতী হয় ওই কিশোর।

Panskura chips incident: মাস দেড়েক আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চিপস চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে মারধর করেছিলেন দোকানমালিক। অপমানে আত্মঘাতী হয় ওই কিশোর।

author-image
Debanjana Maity
New Update
Panskura student suicide,  False theft accusation  ,Public humiliation of minor  ,Child rights violation  ,Krishnendu Das suicide,  Shopkeeper accused in Panskura  ,Civic volunteer misconduct,  Mental health awareness in children,  Police investigation in Panskura  ,Protests against child humiliation,পাঁশকুড়া আত্মহত্যা কিশোর  ,চিপস চুরির মিথ্যা অভিযোগ  ,পাঁশকুড়া দোকানদার নির্যাতন  ,শিশু অধিকার লঙ্ঘন  ,পাঁশকুড়া প্রতিবাদ মিছিল

Panskura Police Station: পাঁশকুড়া থানা।

কিছুদিন আগেই পাঁশকুড়ায় এক নাবালকের বিরুদ্ধে চিপস চুরির অভিযোগকে কেন্দ্র করে তার আত্মহত্যার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে। পুলিশও শেষমেশ এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করে। তবে শুভঙ্করের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন মৃত বালকের মা। শুধু তাই নয়, মামলা তোলা না হলে তাকে প্রাণে মারার হুমকি ও তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। 

Advertisment

পাঁশকুড়ায় চিপস-কাণ্ডে এবার নয়া মোড়। মৃত কিশোরের মাকে খুনের হুমকির পাশাপাশি তার মেয়েকে ধর্ষণের হুমকির অভিযোগ তুলেছেন ওই মহিলা। আরজি করের ঘটনার কথা স্মরণ করিয়ে তাকে ও তার মেয়েকে ধর্ষণ করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। তমলুক পুলিশ লাইনে কর্তব্যরত হোমগার্ড পুলক গোস্বামী অনবরত মামলা তুলে নেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন বলে অভিযোগ পাঁশকুড়ায় মৃত কিশোরের মায়ের।

ইতিমধ্যেই পাঁশকুড়া থানায় পুলক গোস্বামী-সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। পাঁশকুড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ দায়ের হয়েছে এবং সেই মতো তদন্তের কাজও এগোচ্ছে। উল্লেখ্য, পাঁশকুড়ার একটি দোকান থেকে চিপসের প্যাকেট চুরির অপবাদে এক কিশোরকে মারধর ও চূড়ান্ত অপমান করার অভিযোগ উঠেছিল ওই দোকান মালিক তথা পেশায় সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে। চুরির অপবাদ সইতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছিল ওই কিশোর। পরবর্তী সময়ে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই কিশোরের মা। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: কসবা থানার হাত থেকে সরানো হল তদন্তভার, কলকাতা গণধর্ষণ ঘটনায় চাঞ্চল্যকর মোড়

Advertisment

শেষমেষ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার শুভঙ্করের বিরুদ্ধে দায়ের করা সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ তমলুক পুলিশ লাইনে কর্তব্যরত হোমগার্ড পুলক গোস্বামী-সহ কয়েকজনের বিরুদ্ধে। ওই কিশোরের মা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, "আমার নাবালিকা কন্যা রয়েছে , আমাকে বলেছে আরজি করের ঘটনা মনে আছে তো! আমাকে ও আমার মেয়েকে ধর্ষণ করবে বলেছে। আরজি করের মতো ঘটনা ঘটাবে বলেছে।"

আরও পড়ুন- Digha jagannath dham: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বিরাট খবর, দর্শনার্থীদের জন্য বড় নির্দেশিকা জারি

police Purba Medinipur Rape threat