in West Bengal 405307 people have more than 9 SIM cards: এরাজ্যে ৯ টির বেশি মোবাইল সিম সংযোগকারী ব্যক্তির সংখ্যা রাজ্যসভায় জানতে চেয়েছিলেন BJP সাংসদ শমীক ভট্টাচার্য। সিম সংক্রান্ত বেশ কয়কেটি প্রশ্ন তুলেছিলেন এরাজ্যের বিজেপি নেতা। তবে তাঁর প্রশ্নের জবাবে বিষ্ফোরক তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী ড. পেম্মাসানি চন্দ্র শেখর। তথ্য জানলে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হতে পারে।
শমীক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, টেলিযোগাযোগ বিভাগ পশ্চিমবঙ্গে ৯টির বেশি সিম সংযোগকারী ৪,০৫,৩০৭ জন ব্যক্তিকে চিহ্নিত করেছে। বাংলার ক্ষেত্রে গত ৫ বছরে পুনঃযাচাইয়ের পর এই ধরণের ব্যক্তির মোট ১৩,৫৯,৯৩৪টি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই তথ্য রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার জোগার। শমীক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে পেম্মাসানি চন্দ্র শেখর জানিয়ে দিয়েছেন, বাংলায় প্রতি ব্যক্তির সিম কার্ডের সংখ্যা ৬- এর মধ্যে সীমাবদ্ধ রাখার কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই।
পশ্চিমবঙ্গে ৪০৫৩০৭ জনের ৯ টির বেশি সিম কার্ড রয়েছে, এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। তাঁদের বক্তব্য, এত সিম কার্ডের কিসের প্রয়োজন? এটা কি কোন অবৈধ কাজের জন্য ব্যবহার করা হয়, নাকি তথ্য গোপনে প্রয়োগ করা হচ্ছে?
আরও পড়ুন- West Bengal News Live: 'ভোট দিলে লাড্ডু, ভোট না দিলে বঞ্চনা, কেন্দ্রের বাজেট ভাঁওতা,' ফের সোচ্চার অভিষেক
দিনের পর দিন সাইবার ক্রাইম বাড়ছে রাজ্যে। সম্প্রতি নিউটাউনে একাধিক কল সেন্টারে হানা দিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সেই সব অভিযানে একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার থেকে একাধিক মোবাইল। মোবাইলে ফ্রড কলের সংখ্যাও দিনের পর দিন বাড়ছে। তারই মঝে এই তথ্যে নতুন প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে।
আরও পড়ুন- Calcutta High Court: খোদ পোস্ট অফিস থেকেই লক্ষ-লক্ষ টাকা গায়েব, CID তদন্তের নির্দেশ হাইকোর্টের