/indian-express-bangla/media/media_files/2025/08/15/modi-2025-08-15-08-17-16.jpg)
Independence day 2025: লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ফাইল ছবি)।
Independence day 2025-pm modi speech:আজ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে রাজধানীর ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ৭টা ৩০ মিনিটে তেরঙ্গা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর তিনি তাঁর ভাষণ শুরু করেন। এদিনের বক্তব্যে সন্ত্রাসবাদ, পারমাণবিক হুমকি ও জাতীয় ঐক্যের প্রসঙ্গে জোরালো বার্তা দেন প্রধানমন্ত্রী।
পারমাণবিক হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান
মোদী স্পষ্ট জানান, “ভারত সিদ্ধান্ত নিয়েছে—কোনওভাবে পারমাণবিক হুমকি বরদাস্ত করা হবে না। পাশাপাশি সহ্য করা হবে না ব্ল্যাকমেলিংও।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ভারত যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
এদিনের বক্তব্যে তিনি সিন্ধু নদীর জল নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমার জমি যখন তৃষ্ণার্ত ছিল, তখন শত্রুর মাটিতে সেচের জন্য সিন্ধুর জল ব্যবহার করা হচ্ছিল। এখন থেকে ভারত এবং তার কৃষকদের জলের উপর অধিকার থাকবে।”
মোদীর এই মন্তব্যকে ওয়াকিবহাল মহল পাকিস্তানের প্রতি সরাসরি বার্তা হিসেবে দেখছেন। জলসম্পদ ও কৃষি স্বার্থ রক্ষায় সরকারের দৃঢ় অবস্থানকেও এই বক্তব্যে তুলে ধরা হয়েছে বলে রাজনৈতিক মহলের মত।
অপারেশন সিঁদুরের বীর সেনাদের অভিবাদন
প্রধানমন্ত্রী বলেন, “আজ অপারেশন সিঁদুরে অংশ নেওয়া বীর জওয়ানদের স্যালুট করার সুযোগ পেয়েছি। আমাদের সাহসী সেনারা শত্রুদের কল্পনারও বাইরে শাস্তি দিয়েছে।” দেশের সীমানা রক্ষায় তাঁদের আত্মত্যাগকে তিনি কুর্নিশ জানান।
আরও পড়ুন- Arijit Singh:বিশ্বখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, কারণ জানলে চমকে যাবেন!
#WATCH | PM Narendra Modi says, "....Entire India was outraged, and the entire world was shocked by such a massacre (Pahalgam)...Operation Sindoor is the expression of that outrage....Destruction in Pakistan is so massive that new revelations are being made every day and new… pic.twitter.com/UJyLAHyOOH
— ANI (@ANI) August 15, 2025
দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
স্বাধীনতা দিবসকে ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আধাসামরিক বাহিনী ও বিশেষ কমান্ডো মিলিয়ে ১০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী এবং ৩ হাজার ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। বাজার, মেট্রো স্টেশন, বাস টার্মিনাল ও জনবহুল এলাকায় বাড়ানো হয় টহলদারি।
জাতীয় ঐক্যের বার্তা
মোদী বলেন, “স্বাধীনতা দিবসের এই উৎসব দেশের ঐক্যের অনুভূতিকে আরও শক্তিশালী করছে। মরুভূমি থেকে হিমালয়, সমুদ্রতট থেকে জনবহুল শহর—ভারতের প্রতিটি ঘরে আজ তেরঙ্গা উড়ছে।”
আরও পড়ুন- Congress:কংগ্রেসে ভাঙনের সুর, সভাপতি পদে প্রয়াত রাষ্ট্রপতি-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের নিয়োগে ক্ষোভ
শুভেচ্ছা ও শ্রদ্ধাজ্ঞাপন
লালকেল্লায় পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী এক্স (পূর্বতন টুইটার)-এ দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, “এই শুভক্ষণ সকলের জীবনে নতুন উদ্দীপনা ও প্রাণশক্তি বয়ে আনুক, যা বিকশিত ভারতের নির্মাণে নতুন গতি দেবে।”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের ঐক্যের জন্য জওয়ানদের অবদানকে শ্রদ্ধা জানান।
একনজরে মোদীর ভাষণ
সংবিধান: স্বাধীনতার পর ৭৫ বছর ধরে সংবিধান ভারতের পথপ্রদর্শক।
১৪০ কোটি সংকল্পের উৎসব: স্বাধীনতা দিবস এখন জাতীয় ঐক্য ও সম্মিলিত সাফল্যের প্রতীক।
পারমাণবিক হুমকি: আর সহ্য করা হবে না—কড়া বার্তা।
অপারেশন সিঁদুর: বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।