তালিবান সম্পর্কে দিল্লিতে বড় সিদ্ধান্ত, কাবুলে এবার বিরাট পদক্ষেপ ভারতের

আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হতে চলেছে। কাবুলে অবস্থিত ভারতের হাই কমিশনকে এবার দূতাবাসে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হতে চলেছে। কাবুলে অবস্থিত ভারতের হাই কমিশনকে এবার দূতাবাসে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

তালেবান সম্পর্কে দিল্লিতে বড় সিদ্ধান্ত, কাবুলে এবার বিরাট পদক্ষেপ ভারতের

তালিবান সম্পর্কে নয়াদিল্লিতে বড় সিদ্ধান্ত, কাবুলে দূতাবাস খোলার কথা জানিয়ে দিল ভারত। 

Advertisment

আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হতে চলেছে। কাবুলে অবস্থিত ভারতের হাই কমিশনকে এবার দূতাবাসে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে আফগানিস্তানে কেবল রাশিয়া এবং পাকিস্তানেরই দূতাবাস রয়েছে। তালেবান শাসন ক্ষমতায় আসার পর ভারত বেশ কিছুদিন নীরব থাকলেও, এবার  সেখানে পূর্ণাঙ্গ দূতাবাস খোলার ঘোষণা করেছে ভারত। 

Advertisment

আরও পড়ুন- ট্রাম্পের 'মৃত অর্থনীতি'র মন্তব্যকে উড়িয়ে দিলেন স্টারমার, তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে ভারত, বিরাট মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর

বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন, ভারত আফগানিস্তানে তার উন্নয়নমূলক ও মানবিক সহায়তার কাজ অব্যাহত রাখবে। পাশাপাশি, পূর্ব ঘোষিত প্রকল্পগুলি পুনরায় চালু করার প্রস্তুতি চলছে। এর পাশাপাশি ভারত আফগানিস্তানকে ২০টি অ্যাম্বুলেন্স সরবরাহেরও ঘোষণা করেছে।

আরও পড়ুন- করভা চৌথে আরও দামি সোনা, কতটা বাড়ল হলুদ ধাতুর দর?

অন্যদিকে,'নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে  বৈঠকে আফগান বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, “ভারত সর্বদা আফগান জনগণের পাশে থেকেছে, এবং আমরা ভারতের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র কোনভাবেই বরদাস্ত করব না।”

দুই দেশের মধ্যে সীমান্ত সন্ত্রাসবাদ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।উল্লেখ্য, মুত্তাকি তালেবান শাসন আমলে  প্রথম বিদেশ মন্ত্রী যিনি ভারত সফর করেছেন। 

আরও পড়ুন- তালেবান মন্ত্রী মুত্তাকি ভারতে আসায় ক্ষুব্ধ পাকিস্তান? কাবুল সহ তিনটি শহরে বিমান হামলা

India-Taliban