/indian-express-bangla/media/media_files/2025/05/16/WPXzeNIAshMSink6yXWf.jpg)
পহেলগাঁও হামলার নিন্দা, তালেবান-শাসিত আফগানিস্তানকে কাছে টানল ভারত, আরও কোনঠাসা পাকিস্তান
Jaishankar speaks with Taliban: তালেবান-শাসিত আফগানিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক স্তরের প্রথম আনুষ্ঠানিক কথোপকথন অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার তালেবানের বিদেশমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সমন্বয়, বাণিজ্য সম্প্রসারণ এবং আফগান নাগরিকদের ভিসা সংক্রান্ত একাধিক বিষয়।
এরপরই বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এক্স -এ লিখেছেন, “আজ সন্ধ্যায় আফগান বিদেশ মন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করায় তার প্রতি কৃতজ্ঞতা জানাই। ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাওয়া ভিত্তিহীন গুজব ও প্রতিবেদন প্রত্যাখ্যান করায় আফগানিস্তান সরকারের অবস্থানকে স্বাগত জানাই।”
হঠাতই ভোলবদল!'ডিগবাজি' ট্রাম্পের, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ভিন্ন সুর মার্কিন প্রেসিডেন্টের গলায়
ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতার বার্তা
জয়শঙ্কর জানান, “আফগান জনগণের সঙ্গে ভারতের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এবং তাঁদের উন্নয়ন চাহিদায় ভারত সবসময় পাশে থাকবে—এই বার্তাই আমি স্পষ্ট করে দিয়েছি। আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাব্য পথ ও প্রক্রিয়া নিয়েও।”
Good conversation with Acting Afghan Foreign Minister Mawlawi Amir Khan Muttaqi this evening.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 15, 2025
Deeply appreciate his condemnation of the Pahalgam terrorist attack.
Welcomed his firm rejection of recent attempts to create distrust between India and Afghanistan through false and…
'অপারেশন সিন্দুর' পরবর্তী প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনা
এই আলোচনার সময়-সন্ধিক্ষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ চালায় ভারত, যার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। একইসঙ্গে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনাও চরমে।
দীর্ঘ ২৪ বছর পর তালেবানের সঙ্গে ভারতীয় কূটনৈতিক স্তরে যোগাযোগ
এই কথোপকথন গুরুত্বপূর্ণ, কারণ ২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর এটাই প্রথম রাজনৈতিক পর্যায়ের ভারত-আফগান আলোচনা। এর আগে, ১৯৯৯ সালে কান্দাহার হাইজ্যাকের সময়ে তালেবানের বিদেশমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তাওয়াকিলের সঙ্গে সর্বশেষ উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল।
Good conversation with Acting Afghan Foreign Minister Mawlawi Amir Khan Muttaqi this evening.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 15, 2025
Deeply appreciate his condemnation of the Pahalgam terrorist attack.
Welcomed his firm rejection of recent attempts to create distrust between India and Afghanistan through false and…
আফগান বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়া
তালেবান সরকারের বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে জানায়, “ভারতের বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে আফগান বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও কূটনৈতিক স্তর বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারত এক গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে বর্ণনা করে আফগানিস্তানের তরফে ভিসা প্রদান, আফগান বন্দীদের মুক্তি ও প্রত্যাবাসনের অনুরোধ জানানো হয়েছে।”