Vice President Election: সনিয়া-খাড়গেকে পাশে নিয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা! NDA-কে চাপে ফেলতে INDIA জোটের মাস্টারপ্ল্যান

Vice President Election: ইন্ডিয়া জোটের তরফে উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। বৃহস্পতিবার (২১ আগস্ট) মনোনয়নের জমা দেওয়ার সময় তাঁর সঙ্গেই উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী

Vice President Election: ইন্ডিয়া জোটের তরফে উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। বৃহস্পতিবার (২১ আগস্ট) মনোনয়নের জমা দেওয়ার সময় তাঁর সঙ্গেই উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী

author-image
IE Bangla Web Desk
New Update
cats

মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বি. সুদর্শন রেড্ডি।

Vice President Election: ইন্ডিয়া জোটের তরফে উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। বৃহস্পতিবার (২১ আগস্ট) মনোনয়নের জমা দেওয়ার সময় তাঁর সঙ্গেই উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব, শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত-সহ বিরোধী শিবিরের একাধিক শীর্ষনেতা।

Advertisment

আরও পড়ুন- মিটে গেল মান-অভিমান দ্বন্ধ! আগামীকালের মোদীর সভায় থাকবেন দিলীপ ঘোষ?

অন্যদিকে এনডিএ-র প্রার্থী হিসেবে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিপি রাধাকৃষ্ণন। বুধবার (২০ আগস্ট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তিনি মনোনয়ন দাখিল করেন। উল্লেখযোগ্যভাবে, এ বার উপ-রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীই দক্ষিণ ভারতের। সিপি রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার বাসিন্দা এবং বহু বছর ধরে বিজেপির সংগঠন মজবুত করতে কাজ করেছেন। অপরদিকে বি. সুদর্শন রেড্ডি আন্ধ্রপ্রদেশের (বর্তমানে তেলেঙ্গানা) রাঙ্গা রেড্ডি জেলার বাসিন্দা।

Advertisment

আরও পড়ুন-খাস কলকাতায় বাংলা বলায় 'বাংলাদেশি' কটাক্ষ, এলোপাথাড়ি মারধর কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

উপরাষ্ট্রপতি নির্বাচনের সূচি 

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে ৭ আগস্ট, ২০২৫।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট।

মনোনয়নপত্র যাচাই হবে ২২ আগস্ট।

মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট।

 ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সেদিনই ভোটগণনার কাজও সম্পন্ন হবে।

India NDA Vice Presidential candidate