India becomes worlds 4th largest economy: জাপানকে জোর টেক্কা! বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির তকম ছিনিয়ে নিল ভারত। বিশ্বমঞ্চে মোদীর জয়জয়কার। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম বলেছেন,ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। ভারতের অর্থনীতির মূল্য ৪০০০ বিলিয়ন ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং জার্মানির পরে এটিই বিশ্বের বৃহত্তম। তিনি আরও বলেন, যে ভারত উৎপাদন ও বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ হয়ে উঠছে।
অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল ভারত। জাপানকে ছাপিয়ে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই তথ্য জানিয়েছেন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম। শনিবার (২৪ মে) নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দশম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজ আমরা ৪ ট্রিলিয়ন ডলারের (৪,০০০ বিলিয়ন ডলার) অর্থনীতির অধিকারী। এই মুহূর্তে শুধু আমেরিকা, চিন এবং জার্মানি ভারতের থেকে এগিয়ে রয়েছে।”
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর তথ্য উদ্ধৃত করে সুব্রহ্মণ্যম জানান, বৈশ্বিক অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী, ভারতের অর্থনীতি বর্তমানে জাপানকেও ছাড়িয়ে গেছে। তিনি আশাপ্রকাশ করে বলেন, “আমরা যদি আমাদের পরিকল্পনা ও নীতিতে স্থির থাকি, তাহলে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে।” তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক ও অর্থনৈতিক পরিবেশ ভারতের পক্ষে যথেষ্ট অনুকূল এবং তা দেশের দ্রুত উন্নয়নের পথ প্রশস্ত করছে।