Independence Day 2025:একই দিনে ভারত-পাকিস্তান স্বাধীনতা অর্জন করলেও কেন ভিন্ন দিনে উদযাপন? কারণ জানলে চমকে যাবেন

Independence Day 2025: ভারত ও পাকিস্তান তাদের স্বাধীনতার ৭৯তম বছর উদযাপন করছে। আজ ১৫ আগস্ট ভারত জাঁকজমকভাবে উদযাপন করছে স্বাধীনতা দিবস, আর পাকিস্তান উদযাপন করেছে গতকাল, ১৪ আগস্ট।

Independence Day 2025: ভারত ও পাকিস্তান তাদের স্বাধীনতার ৭৯তম বছর উদযাপন করছে। আজ ১৫ আগস্ট ভারত জাঁকজমকভাবে উদযাপন করছে স্বাধীনতা দিবস, আর পাকিস্তান উদযাপন করেছে গতকাল, ১৪ আগস্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
india-pakistan-independence-day-different-dates-history

একই দিনে ভারত-পাকিস্তান স্বাধীনতা অর্জন করলেও কেন ভিন্ন দিনে উদযাপন?

Independence Day 2025: এবার ভারত ও পাকিস্তান তাদের স্বাধীনতার ৭৯তম বছর উদযাপন করছে। আজ ১৫ আগস্ট ভারত জাঁকজমকভাবে উদযাপন করছে স্বাধীনতা দিবস, আর পাকিস্তান উদযাপন করেছে গতকাল, ১৪ আগস্ট। কিন্তু প্রশ্ন থেকে যায়—যখন দুটি দেশ একই দিনে স্বাধীনতা অর্জন করেছিল, তখন কেন আলাদা দিনে স্বাধীনতা দিবসের উদযাপন?

Advertisment

ঐতিহাসিক দলিল অনুযায়ী, ১৯৪৭ সালের ১৮ জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাসের মাধ্যমে ভারত ও পাকিস্তানের জন্ম হয়। প্রথমে উভয় দেশের স্বাধীনতা দিবস ছিল ১৫ আগস্ট। পাকিস্তান গঠনের সময় মহম্মদ আলী জিন্নাহ তার ঐতিহাসিক রেডিও ভাষণে বলেছিলেন—১৫ আগস্টই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পাকিস্তানের জন্ম। পাকিস্তানের প্রথম মন্ত্রিসভা ও জিন্নাহ শপথ নেন ১৫ আগস্ট সকালেই। এমনকি ১৯৪৮ সালে প্রকাশিত পাকিস্তানের প্রথম স্মারক ডাকটিকিটেও স্বাধীনতার তারিখ হিসেবে লেখা ছিল ১৫ আগস্ট ১৯৪৭।

'রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না'... পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে মোদীর আগুনে হুঁশিয়ারি

Advertisment

তবে তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে একই দিনে ভারত ও পাকিস্তানের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আলাদা সময় নির্ধারণ করতে হয়। ১৪ আগস্ট করাচিতে পাকিস্তানের কাছে ক্ষমতা হস্তান্তর শেষে তিনি ১৫ আগস্ট নয়াদিল্লিতে ভারতের স্বাধীনতা উদযাপনে যোগ দেন। ইতিহাসবিদ খুরশিদ কামাল আজিজের মতে, এই প্রশাসনিক কারণে ক্ষমতা হস্তান্তরের দিন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল।

জনসাধারণের কন্ঠরোধের চক্রান্ত! ইউনূসের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগে সরব আওয়ামী লীগ

১৯৪৮ সালে রাজনৈতিক আলোচনার পর পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয়, তারা ভারতের সাথে একই দিনে স্বাধীনতা উদযাপন করবে না। তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের আহ্বানে মন্ত্রিসভার বৈঠকে ১৪ আগস্টকে পাকিস্তানের স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় এবং জিন্নাহও এতে সম্মতি দেন। এরপর থেকেই পাকিস্তান ১৪ আগস্ট স্বাধীনতা দিবস পালন করে আসছে।

Independence Day 2025