Mahua Moitra: রক্ত ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে? ভারত-পাক ম্যাচের আগেই মোদীকে নিশানা করে 'বিস্ফোরক' পোস্ট মহুয়ার

Mahua Moitra on India Pakistan match: রবিবার অনুষ্ঠিত হতে চলেছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তার আগে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বিরোধীরা এই ম্যাচ বয়কট করার দাবি জানিয়েছে।

Mahua Moitra on India Pakistan match: রবিবার অনুষ্ঠিত হতে চলেছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তার আগে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বিরোধীরা এই ম্যাচ বয়কট করার দাবি জানিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahua Moitra on India Pakistan match

'বিস্ফোরক' পোস্ট মহুয়ার

Mahua Moitra on India Pakistan match: রবিবার অনুষ্ঠিত হতে চলেছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তার আগে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বিরোধীরা এই ম্যাচ বয়কট করার দাবি জানিয়েছে। বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোজ তিওয়ারি বলেছেন, 'পাকিস্তানের বিরুদ্ধে খেলা মানে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের অসম্মান করা।' সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বিরোধীরা এই ম্যাচ বয়কট করার দাবি জানিয়েছে। অন্যদিকে সরকার জানিয়েছে, এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং খেলায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক, নইলে ভারত টুর্নামেন্ট থেকে বাদ পড়বে।

Advertisment

West Bengal News Live Updates: 'কমিশনের অগ্নিপরীক্ষা'! রবিবারই একাদশ-দ্বাদশের পরীক্ষা, যাদবপুরে পড়ুয়া মৃত্যুতে বিরাট পদক্ষেপ

পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। মৃত্যু হয় শতাধিক জঙ্গির। সেনা সূত্রে এমনই খবর। এরপরই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত। প্রধানমন্ত্রী মোদী স্পস্ট জানিয়ে দেন 'সন্ত্রাসবাদ ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। আর জল আর রক্তও একসঙ্গে বইতে পারে না।' নরেন্দ্র মোদীর এই মন্তব্যকে হাতিয়ার করে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কেন্দ্র করে নিশানা কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের। সোশ্য়াল মিডিয়ায় তৃণমূল সাংসদ লিখেছেন, 'পাকিস্তানে রক্ত ​​আর জল একসঙ্গে বইতে পারে না। কিন্তু রক্ত ​​আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে। বিশেষ করে, অমিত শাহর 'একমাত্র যোগ্য়' পুত্রের ভাগ্য় এর ওপর নির্ভর করে। সেরা দলই জয়লাভ করুক।'

Advertisment

CM Yogi on Mahua Moitra: মহুয়ার বিতর্কিত মন্তব্যে তৃণমূলকে ধুয়ে দিলেন যোগী, হিমন্তের নিশানাতেও কৃষ্ণনগরের সাংসদ

এই বিতর্কে শহিদদের পরিবারও সরব হয়েছে। পহেলগাঁও হামলায় নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশণ্য দ্বিবেদী বিসিসিআইয়ের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে জনগণকে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, " পাকিস্তান এই অর্থ সন্ত্রাসবাদে ব্যবহার করবে।" শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদীও একই দাবি জানিয়ে বলেছেন, "পাকিস্তানের সাথে কোনও সম্পর্ক থাকা উচিত নয়—সেটি রাজনৈতিক হোক বা ক্রীড়াক্ষেত্রের।"

Mahua Moitra:ফের বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র! নালিশ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি

অন্যদিকে বিরোধীরা সরকারের অবস্থানকে তীব্র আক্রমণ করেছে। আম আদমি পার্টি নেতা সঞ্জীব ঝা প্রশ্ন তুলেছেন, “যখন দেশের বীর জওয়ানরা রক্ত দিচ্ছেন, তখন ক্রিকেট কিভাবে সম্ভব?” মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে জানতে চেয়েছেন, “পাকিস্তানের সাথে ম্যাচ আয়োজনের প্রয়োজনটাই বা কী?” শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে খেলা বয়কটের ডাক দিয়েছেন। 

তবে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর সাফ জানিয়েছেন, ভারত পাকিস্তানের সাথে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না, তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া বাধ্যতামূলক। তাঁর মতে, ম্যাচ না খেললে পাকিস্তান না খেলেই পয়েন্ট পাবে এবং ভারত প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে।

Mahua Moitra:মহুয়ার মন্তব্যে চটে লাল মতুয়ারা! মমতাবালার নেতৃত্বাধীন সংগঠনেরই চরম বার্তা!

সরকার ও বিরোধী শিবিরের টানাপোড়েনে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। যদিও নির্ধারিত সময়ে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই প্রবল, তবে এর রাজনৈতিক রেশ দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে।

Mohua Moitra