/indian-express-bangla/media/media_files/2025/07/26/mahua-moitra-2025-07-26-12-21-36.jpg)
Mahua Moitra: মহুয়া মৈত্র।
Mahua Moitra remark controversy:মতুয়া, নমঃশূদ্র, তপশিলিদের নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল তৃণমূলের অপর সাংসদ মমতা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।
সম্প্রতি কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র একটি কর্মসূচিতে মতুয়া নমঃশূদ্র, তপশিলিদের বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। তারই পরিপ্রেক্ষিতে দল-মত নির্বিশেষে ঠাকুরবাড়ি থেকে শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুরের অনুগামী মাতুয়ারা নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন মহুয়া মৈত্রকে।
কিন্তু সেই সময় পার হওয়ার পর মহুয়া মৈত্র ক্ষমা না চাওয়ায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের।
অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, "সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মহুয়া মৈত্রকে আমরা বার্তা দিয়েছিলাম। তিনি যাতে তার মন্তব্য তুলে নেন এবং নিঃশর্ত ক্ষমা চান। কিন্তু তিনি তা করেননি। সেই কারণে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি।"
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর উপরে আমাদের বিশ্বাস আছে। মতুয়াদের ধর্মীয় ভাবাবেগের উপর যে আঘাত মহুয়া মৈত্র করেছেন, মুখ্যমন্ত্রী তাতে হস্তক্ষেপ করবেন এবং মতুয়াদের যে অসম্মান হয়েছে তা নিরশনে তিনি মুখ্য ভূমিকা গ্রহণ করবেন।"