Mahua Moitra:মহুয়ার মন্তব্যে চটে লাল মতুয়ারা! মমতাবালার নেতৃত্বাধীন সংগঠনেরই চরম বার্তা!

Mahua Moitra:মতুয়াদের নিয়ে একটি মন্তব্য করেছিলেন কৃষ্ণননগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই মন্তব্য তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে মনে করেন মতুয়ারা।

Mahua Moitra:মতুয়াদের নিয়ে একটি মন্তব্য করেছিলেন কৃষ্ণননগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই মন্তব্য তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে মনে করেন মতুয়ারা।

author-image
Utsab Mondal
New Update
Mahua Moitra criticizes Election Commission,  Mahua Moitra EC SIR petition  ,Mahua Moitra electoral roll challenge  ,EC discriminatory roll revision  ,Election Commission Bengal warning,মহুয়া মৈত্র নির্বাচন কমিশন সমালোচনা,  মহুয়া মৈত্র SIR চ্যালেঞ্জ  ,নির্বাচন কমিশনের ভোটার তালিকা বিতর্ক,  নাগরিকত্ব প্রমাণ ভোটার বাধ্যবাধকতা,  পশ্চিমবঙ্গে ইসি নির্দেশ বাতিল আবেদন

Mahua Moitra: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যে ক্ষোভ বাড়ছে মতুয়াদের মধ্যে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের মন্তব্যে মতুয়াদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে দাবি উঠেছে। এমনকী মহুয়াকে নিছশর্ত ক্ষমা চাওয়ারও দাবি তুলেছেন মতুয়ারা। মহুয়া মৈত্র ক্ষমা না চাইলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃমমূল সাংসদ মমতাবালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।

Advertisment

সম্প্রতি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি মন্তব্য প্রকাশ্যে এসেছে। সেই মন্তব্যে মতুয়াদের অপমান করা হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে মনে করে তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, "কারও ব্যক্তিগত উদ্যোগে ভাতা নয়, ভাতাটা সরকারি প্রকল্প। ভাতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে পায়। তাদের ক্ষেত্রে কিছু বলা হয় না। কিন্তু মতুয়া নমঃশূদ্রদের নিয়ে যে মন্তব্য করেছেন মহুয়া মৈত্র, আমরা তার তীব্র ধিক্কার জানাই। এর জন্য যদি উনি নিঃশর্তে ক্ষমা না চান তাহলে আগামী দিনে মতুয়ারা বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।"

আরও পড়ুন- Army truck stopped:'ট্রাফিক আইন লঙ্ঘন সেনার ট্রাকের', CCTV ফুটেজ প্রকাশ্যে এনে দাবি কলকাতা পুলিশের

Advertisment

তাঁদের সংগঠনের তরফে এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হবে বলে জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বনগাঁর BJP সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য, "ভাতা কারও ব্যাক্তিগত নয়। সরকারের টাকা সাধারণ মানুষকে দিচ্ছে। মহুয়া মৈত্র মতুয়াদের সম্পর্কে যে ধরনের কথা বলেছেন, সেটা অপমানজনক। মতুয়ারা এর বিচার করবেন। এতে উনি প্রমাণ করে দিয়েছেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তৃণমূলের সঙ্গে নেই। ৮৫ থেকে ৯০ শতাশং মতুয়া BJP-কে ভোট দেয়। আগামী দিনেও দেবে।"

আরও পড়ুন-Calcutta High Court:'যথেষ্ট হয়েছে সবেরই একটা সীমা থাকে', 'দাগি' শিক্ষকদের আর্জিতে যারপরনাই ক্ষুব্ধ হাইকোর্ট

মমতাবালা ঠাকুরের অনুগামী মতুয়াদের ক্ষোভ প্রসঙ্গে শান্তনু বলেন, "মমতাবালা ঠাকুরের পক্ষের মতুয়া বলে কিছু নেই। মতুয়া সম্প্রদায়কে অপমান করা মানে মতুয়াদের গায়ে লাগা। মতুয়ারা মতুয়াই।"

Bengali News Today Matua Mahua Moitra