Asim Munir nuclear Threat: পাক সেনা প্রধানের পরমাণু হুমকির যোগ্য জবাব, 'কান মুলে' ফের পাকিস্তানকে 'সবক' শেখালো ভারত

shivraj singh chauhan on asim munir nuclear Threat: কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান পাকিস্তান ও আমেরিকাকে কড়া বার্তা দিয়ে বলেছেন ভারত কোন হুমকির কাছেই মাথানত করবে না।

shivraj singh chauhan on asim munir nuclear Threat: কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান পাকিস্তান ও আমেরিকাকে কড়া বার্তা দিয়ে বলেছেন ভারত কোন হুমকির কাছেই মাথানত করবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
pm-modi-g7-summit-canada-invitation-2025

পাক সেনা প্রধানের পরমাণু হুমকির যোগ্য জবাব

shivraj singh chauhan on asim munir nuclear Threat:পাক সেনা প্রধান অসীম মুনিরের পারমাণু হুমকির জবাব দিল ভারত। কেন্দ্রীয় মন্ত্রী  শিবরাজ সিং চৌহান পাকিস্তান ও আমেরিকাকে কড়া বার্তা দিয়ে বলেছেন ভারত কোন হুমকির কাছেই মাথানত করবে না। পাশাপাশি তিনি পাকিস্তানকে অপারেশন সিন্দুর ও সিন্ধু জল চুক্তি বাতিল এর কথাও মনে করে দিয়েছেন। 

Advertisment

আরও পড়ুন- ট্রাম্প-মোদীর সাক্ষাৎ নিয়ে চলছে জোর জল্পনা, মিটতে চলেছে ভারত-মার্কিন বাণিজ্য সংঘাত?

দিল্লিতে কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, আমেরিকার মদতে পাকিস্তান এখন ভারতকে পারমাণবিক অস্ত্রের হুমকি দিচ্ছে, কিন্তু ভারত এতে এতটুকুও ভীত নয়।  তিনি স্পষ্ট করে জানান, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হয়েছে এবং সেই জল দেশের কৃষকদের কল্যানের কাজে ব্যবহার করা হবে। শিবরাজ বলেন, চুক্তি ও শুল্ক ইস্যু নিয়ে দেশে উদ্বেগ থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের স্বার্থে কোনও আপস করবেন না। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী কৃষকদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। কৃষকদের কল্যাণে মোদীর নেতৃত্বকে তিনি ধন্যবাদও জানান। 

Advertisment

আরও পড়ুন- স্বাধীনতা দিবসের আগে বিরাট নাশকতার ছক, অপরেশন সিন্দুরেও শিক্ষা হয়নি পাকিস্তানের!

উল্লেখ্য কিছুদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির আমেরিকায় এক অনুষ্ঠান থেকে ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছিলেন। তিনি বলেন, “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি ডুবে যাই, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে যাব।” সিন্ধু জল চ্যুক্তি নিয়েও মুনির কড়া ভাষায় ভারতকে নিশানা করেন। তিনি বলেন, “ভারত যদি বাঁধ নির্মাণ করে তখন আমরা দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করব। সিন্ধু নদীর জল ভারতের একার সম্পত্তি নয়”। 

modi India-Pakistan