/indian-express-bangla/media/media_files/2025/01/28/mv1C5XZsvh1z6w8imnCp.jpg)
আলোচনায় কোন কোন বিষয়ে বিশেষ নজর?
INDIA-US RELATION: ভারত-মার্কিন 'বাণিজ্য যুদ্ধে'র মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের একবার দেখা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! আগামী মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এমনই খবর সূত্রের। আগামী মাসে UNGA 2025-শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ে, তিনি বাণিজ্য বিরোধ, শুল্ক এবং রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক দ্বিপাক্ষিক আলোচনা করতে পারেন বলেই খবর।
আরও পড়ুন- নির্দেশ মানেনি রাজ্য, মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লি তলব নির্বাচন কমিশনের
আগামী মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ (UNGA) ২০২৫-এ যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন। বৈঠকে বাণিজ্য বিরোধ, শুল্ক এবং রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির মতো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এই বৈঠক থেকেই ভারত-মার্কিন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ মোড় আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।
বিগত সাত মাসের মধ্যে দুই রাষ্ট্রনেতার মধ্যে এটিই হতে চলেছে দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন। সম্প্রতি শুল্ক ও বাণিজ্য ইস্যুতে ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এসেছে একাধিক টানাপোড়েন। বর্তমানে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও কৃষি ও দুগ্ধ খাতে ভারতের অনীহা চুক্তি চূড়ান্ত হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অচলাবস্থার মধ্যেই ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর মোট ৫০% শুল্ক আরোপ করেছে—যার অর্ধেক ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে এবং বাকিটা কার্যকর হবে ২৭ আগস্ট থেকে।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ, প্রবল ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনা কোন কোন জেলায়?
ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত থাকা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কড়া আপত্তি জানিয়েছে। হোয়াইট হাউসের দাবি, এই আয় মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে আরও উস্কে দিচ্ছে। ট্রাম্প প্রকাশ্যে ভারতের সমালোচনা করেছেন এবং আমদানি কমাতে চাপ বাড়িয়েছেন। ভারতের পক্ষ থেকে পাল্টা অভিযোগে বলা হয়েছে, মার্কিন কোম্পানিগুলিও রাশিয়া থেকে ইউরেনিয়াম, রাসায়নিক এবং সার কিনছে—যা কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে।
এদিকে, ১৫ আগস্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের দিকেও গভীর নজর রাখছে ভারত। তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনার জন্যই ট্রাম্প-পুতিনের এই বৈঠক। ভারতের কাছে এই বৈঠক শুধুমাত্র একটি ভূ-রাজনৈতিক ঘটনা নয়, বরং জ্বালানি ও বাণিজ্য স্বার্থ অনুযায়ী কূটনৈতিক কৌশল নির্ধারণের বড় সুযোগ।