Advertisment

India-Bangladesh: হঠাৎ কী এমন হল? বাংলাদেশকে কয়েকশো একর জমি দিয়ে দিচ্ছে ভারত

India-Bangladesh: সম্প্রতি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসফ-এর মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই বাংলাদেশকে ওই জমি ফেরানোর সিদ্ধান্ত হয়েছে বলে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
india to return 200 acres land to bangladesh, claims media report,বাংলাদেশ,ভারত,জমি,বিএসএফ,বিজিবি

বিএসএফ ও বিজিবি কর্তাদের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি মিডিয়া রিপোর্টে।

India to return 200 acres land to bangladesh: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনের কারণে ভারতের কাছে হারানো প্রায় ২০০ একর জমি ফিরে পেতে চলেছেন বাংলাদেশি জমিমালিকরা। রবিবার বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে বিতর্কিত জমি পুনরুদ্ধার এবং সঠিক মালিকদের কাছে তা ফেরত দেওয়ার একটি যৌথ সিদ্ধান্ত হয়েছে, বলে সংবাদসংস্থা UNB একটি রিপোর্টে প্রকাশ করেছে।

Advertisment

দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া এলাকায় অবস্থিত ওই জমি পদ্মা নদীর গতিপথ পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমানায় রয়েছে। চলতি বছরের শুরুর দিকে একটি সমীক্ষায় প্রথম সমস্যাটি চিহ্নিত করা হয়েছিল। BGB- ৪৭তম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিতর্কিত জমির ফের মেপে তা সঠিক মালিকদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি একটি সমীক্ষা চালাতে গিয়ে দেখা যায় প্রায় ২০০ একর বাংলাদেশি জমি ভারতীয় ভূখণ্ডে এবং প্রায় ৪০ একর ভারতীয় জমি বাংলাদেশের ভূখণ্ডে চলে গেছে। দুই দেশই এখন আনুষ্ঠানিকভাবে অক্টোবরে সীমানা সংশোধনের প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন- Flood Situation: টানা দুর্যোগ, জল ছাড়ছে DVC, বঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন- Flood Situation: টানা দুর্যোগ, জল ছাড়ছে DVC, বঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

দৌলতপুরের মহিষকুন্ডিতে জামালপুর বর্ডার ফাঁড়ির সীমানা পিলার 152/7-S-এ রবিবার একটি বৈঠক হয় BGB ও BSF-এর মধ্যে। সেই বৈঠকে সীমান্ত হত্যা প্রতিরোধ এবং মাদক পাচার মোকাবিলার মতো বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়। বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রহমান, আর বিএসএফের প্রতিনিধিত্ব করেন রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং। লেফটেন্যান্ট কর্নেল রহমান জানান, গোটা প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমি কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না।

আরও পড়ুন- RG Kar Case: সিবিআইয়ের রিপোর্ট দেখে অত্যন্ত বিচলিত প্রধান বিচারপতি, আরজি কাণ্ডে সুপ্রিম কোর্ট কী বলল শুনানিতে?

Bangladesh India BSF Land
Advertisment