/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/dvc.jpg)
প্রতীকী ছবি।
Flood Situation: নিম্নচাপের বৃষ্টিতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একটানা দুর্যোগের জেরে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) সাত ঘন্টার মধ্যে পাঞ্চেত এবং মাইথন বাঁধ থেকে ৩ লক্ষ কিউসেক জল ছেড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে বলেছিলেন প্রতিবেশী ঝাড়খণ্ডের বাঁধ থেকে জল ছাড়ার পরে রাজ্যের অন্তত সাতটি জেলায় বন্যার মতো পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, DVC তার সরকারকে না জানিয়েই জল ছেড়ে দিচ্ছে। DVC আধিকারিকরা জানিয়েছেন, সোমবার রাত ১১.৩০টা থেকে মঙ্গলবার সকাল ৬.৪৫ পর্যন্ত ৩ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। তাঁরা আরও জানিয়েছেন সোমবার রাতে প্রাথমিকভাবে ৯০ হাজার কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছিল তবে উজানের জলের প্রবাহ বেশি থাকায় মঙ্গলবার সকাল ৬.৫৪ মিনিট পর্যন্ত অতিরিক্ত ২.১ লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছিল।
বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে ইতিমধ্যেই গত দু'দিনের ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নদীগুলির জল ধারণ ক্ষমতা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তিনবার ফোন করেছি, তাকে জল ছাড়ার নিয়ন্ত্রণ করার জন্য অনুরোধ করেছি। জলের স্তর তীব্রভাবে বেড়ে যাওয়ার পরে হুগলিতে কিছু লোক আটকে পড়েছে এবং প্রশাসনকে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।"
পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় দু'দিনের অবিরাম বৃষ্টির পরে, গভীর নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে চলে গেছে যার ফলে প্রতিবেশী রাজ্যে এখন ভারী বৃষ্টিপাত হচ্ছে।
আরও পড়ুন- Mithun Chakraborty: 'মহাগুরু' এবার 'বিপ্লবী'! বুক পেতে গুলি খেতে তৈরি থাকতে বললেন মিঠুন চক্রবর্তী