ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝেই মোদীর মাস্টারপ্ল্যান, আরও কাছাকাছি ভারত-ব্রিটেন, শুরু সম্পর্কের নয়া অধ্যায়ের

বৃহস্পতিবার মুম্বইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনায় দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য নিয়ে একাধিক বিষয় উঠে আসবে বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

বৃহস্পতিবার মুম্বইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনায় দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য নিয়ে একাধিক বিষয় উঠে আসবে বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

ট্রাম্পের শুল্ক আরোপের মধ্যেই আরও কাছাকাছি ভারত ও ব্রিটেন।

ট্রাম্পের শুল্ক আরোপের মধ্যেই আরও কাছাকাছি ভারত ও ব্রিটেন। দু'দেশের  অংশীদারিত্বের এক নতুন যুগের সূচনা হতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর হাত ধরেই। বৃহস্পতিবার মুম্বইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনায় দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য নিয়ে একাধিক বিষয় উঠে আসবে বলেই মনে করছেন কূটনৈতিক মহল।  

Advertisment

৮ ও ৯ অক্টোবর ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের রাজভবনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পর তিনি সংবাদমাধ্যমের সামনে ভাষণ দেবেন। এই বৈঠকে দুই নেতা 'ভিশন ২০৩৫'-এর সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ভারত-ব্রিটেনের কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন।

আরও পড়ুন- '১৯৭১ থেকে অপারেশন সিন্দুর....'! ভারতীয় বিমান বাহিনী দিবসে সাফল্যের খতিয়ান পেশ এয়ার চিফ মার্শালের

Advertisment

ভিশন ২০৩৫ হল একটি দশ বছরের  রোডম্যাপ,যেখানে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা, জলবায়ু ও জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং দু'দেশের জনগণ ও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং উদ্যোগের উপর আলোকপাত করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী জুলাইয়ে লন্ডন সফরে স্টারমারের সঙ্গে বৈঠকে এই উচ্চাভিলাষী চুক্তিতে একমত হয়েছিলেন।

 স্টারমারের দু দিনের সফরের মূল উদ্দেশ্য হল বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু এবং শিক্ষার মতো ক্ষেত্রে ভারত-ব্রিটেন কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করা এবং দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী করা।

বুধবার সকালেই মুম্বইতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। লন্ডন থেকে আসা একটি ব্যবসায়িক প্রতিনিধিদলও তাঁর সঙ্গে ছিলেন।

আরও পড়ুন- ডায়মন্ড হারবারের পুরনো কেল্লা, নদীগর্ভে বিলীন হতে চলা ঐতিহাসিক দুর্গের নেপথ্যে রহস্যে ঘেরা কাহিনী

ভারত-ব্রিটেনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার লক্ষ্যেই তাঁর এই ভারত সফর। বৃহস্পতিবার মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেয়ার স্টারমারের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় দু'দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা, জলবায়ু ও জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্কের মতো বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোকপাত করা হবে।

দুই নেতা ব্যবসায়িক ও শিল্পপতিদের সঙ্গে ভারত-ব্রিটেনের বিস্তৃত অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা করবেন। এই আলোচনার মাধ্যমে ভবিষ্যতের ভারত-ব্রিটেন অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও মজবুত করার পরিকল্পনা করা হয়েছে।

স্টারমারের ভারত সফরকে বিশেষভাবে  গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য গত জুলাইয়েই প্রধানমন্ত্রী মোদীর ব্রিটেন সফরের সময় স্বাক্ষরিত একটি স্বাধীন বাণিজ্য চুক্তি (FTA) কার্যকর করার প্রেক্ষাপটে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের এই সফর দুই দেশের বাণিজ্য ও ভূ-রাজনৈতিক সম্পর্ককে পুনর্গঠন ও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আজ, বুধবার সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকের পাশাপাশি গ্লোবাল ফিনটেক ফেস্ট এবং সিইও ফোরামে ভাষণ দেবেন স্টারমার।

Trump modi