Indian Air Force Day 2025: '১৯৭১ থেকে অপারেশন সিন্দুর....'! ভারতীয় বিমান বাহিনী দিবসে সাফল্যের খতিয়ান পেশ এয়ার চিফ মার্শালের

Indian Air Force Day 2025: বুধবার (৮ অক্টোবর) ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং বলেছেন, আমাদের বীর সেনারা প্রতি ক্ষেত্রেই ইতিহাস তৈরি করেছেন। তিনি অপারেশন সিন্দুরের পাশাপাশি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের কথাও স্মরণ করেন।

Indian Air Force Day 2025: বুধবার (৮ অক্টোবর) ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং বলেছেন, আমাদের বীর সেনারা প্রতি ক্ষেত্রেই ইতিহাস তৈরি করেছেন। তিনি অপারেশন সিন্দুরের পাশাপাশি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের কথাও স্মরণ করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

এয়ার চিফ মার্শাল এ.পি. সিং।

 Indian Air Force Day 2025: '১৯৭১ সাল থেকে অপারেশন সিন্দুর....   শত্রুদের উপযুক্ত জবাব', ভারতীয় বিমান বাহিনী দিবসে আত্মবিশ্বাসী এয়ার চিফ মার্শাল এ.পি. সিং। 

Advertisment

বুধবার (৮ অক্টোবর) ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং বলেছেন, আমাদের বীর সেনারা প্রতি ক্ষেত্রেই ইতিহাস তৈরি করেছেন। তিনি অপারেশন সিন্দুরের পাশাপাশি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের কথাও স্মরণ করেন। গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে ৯৩তম বিমান বাহিনী দিবস উদযাপনে বক্তৃতা দিতে গিয়ে এয়ার চিফ মার্শাল আরও বলেন যে বিমান বাহিনী সর্বদা প্রতিটি পরিস্থিতিতে জবাব দিতে তৈরি। 

এয়ার চিফ মার্শাল এ.পি. সিং বলেন, "আমি এমন একটি বিমান বাহিনীর অংশ হতে পেরে গর্বিত যেটি কেবল অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত নয়, সাহস এবং নিষ্ঠার ক্ষেত্রেও প্রশংসার দাবি রাখে। আমাদের বিমান বাহিনীর বীর সেনারা প্রতিটি যুগে ইতিহাস তৈরি করেছেন। ১৯৪৮, ১৯৭১ এবং ১৯৯৯ সালের যুদ্ধ হোক বা বালাকোট বিমান হামলা এবং সাম্প্রতিক অপারেশন সিন্দুর, ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা এবং সম্মানের নতুন উদাহরণ স্থাপন করেছে।"

Advertisment

আরও পড়ুন- পরপর ২০০ সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে ছাই একের পর গাড়ি, মৃত্যু, হাইওয়েতে মর্মান্তিক কাণ্ড

অপারেশন সিন্দুর সম্পর্কে এপি সিং কী বললেন? 

তিনি বলেন, অপারেশন সিন্দুরে ভারতীয় বিমান বাহিনীর সিদ্ধান্তমূলক পদক্ষেপ ভারতের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এই অভিযান নিষ্ঠা, নিয়মিত অনুশীলন এবং প্রশিক্ষণের মাধ্যমে যে অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব তার প্রমাণ। বিমান বাহিনী প্রধান আরও বলেন যে প্রতিটি স্তরে নেতৃত্ব সামনে থেকে প্রদান করা হচ্ছে এবং এটাই ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, প্রতিটি সাফল্যের পিছনে প্রতিটি বিমান যোদ্ধার অবদান অমূল্য। শান্তির সময় হোক বা যুদ্ধের সময়, সকলের কাজ সমানভাবে গুরুত্বপূর্ণ।" তিনি অপারেশন সিন্দুর এবং অন্যান্য অভিযানে অংশগ্রহণকারী বিমান বাহিনীর বীর সেনাদের সম্মান জানান। পাশাপাশি এদিন তিনি সাফ জানিয়ে দেন, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারতীয় বিমান বাহিনী। 

আগামী দিনের চ্যালেঞ্জের কথা স্মরণ করে তিনি বলেন, "আমাদের অবশ্যই আগামী দিনের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রশিক্ষণ এবং কৌশলগুলিকে সময়ের সাথে সাথে পরিবর্তিত ও আরও বেশি প্রযুক্তি নির্ভর করতে হবে"।

আরও পড়ুন-'আমিই সম্মতি দিইনি', হাসপাতালের বেডে বসেই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এড়ানোর গল্প শোনালেন শঙ্কর ঘোষ

বিমান বাহিনী প্রধান বলেন,  ভারতীয় বিমান বাহিনী কেবল দেশের অভ্যন্তরে নয়, বিদেশেও সংকটের সময়ে মানবিক সহায়তা প্রদান করেছে। তা সে দুর্যোগ কবলিত এলাকা থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়া থেকে শুরু করে মায়ানমার, লাওস, ভিয়েতনাম এবং কেনিয়ার মতো দেশে ত্রাণ সামগ্রী এবং মানবসম্পদ পৌঁছে দেওয়া,ভারতীয় বিমান বাহিনী  "সেবাই পরম সত্ত্বা" এই চেতনাকেই প্রতি মুহূর্তে বিশ্বের সামনে তুলে ধরেছে"। 

indian air force