বিরাট বৈঠকে আজ ভারত-আমেরিকা, জট কাটিয়ে উঠে স্বাভাবিক হবে সম্পর্ক? নজর গোটা বিশ্বের

ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

বিরাট বৈঠকে আজ ভারত-আমেরিকা, জট কাটিয়ে উঠে স্বাভাবিক হবে সম্পর্ক? নজর গোটা বিশ্বের

গত কয়েক মাস ধরে ভারত-মার্কিন সম্পর্ক কিছুটা তিক্ততা তৈরি হয়েছে। দুদেশের সম্পর্ক বর্তমানে বেশ  উত্তেজনাপূর্ণ। প্রথমে শুল্ক সংক্রান্ত বিষয় এবং এরপর H-1B ভিসার ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই পরিস্থিতির মধ্যে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) জয়শঙ্কর মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই শীর্ষ কূটনৈতিক বৈঠক দুই দেশের মধ্যে সমাধানসূত্র খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Advertisment

minor girl murder: নাবালিকার বস্তাবন্দি পচাগলা দেহাংশ উদ্ধার, অভিযুক্ত শিক্ষকের আইনজীবীর বেনজির সিদ্ধান্ত চর্চায়

শুল্ক বৃদ্ধির পর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি স্থগিত ছিল। তবে সম্প্রতি আলোচনা পুনরায় শুরু হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের একটি সফর ১৬ সেপ্টেম্বর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। এবার জয়শঙ্কর এবং পীযূষ গোয়েল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে শুল্ক সমস্যা সমাধান এবং নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবেন। এই বৈঠকে H-1B ভিসা ইস্যু নিয়েও আলোচনা হবে।

Advertisment

এদিনের মূল তিনটি বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত শুল্ক সমস্যা। আমেরিকা রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা দুই দেশের বাণিজ্যে প্রভাব ফেলেছে। ভারতীয় এবং মার্কিন প্রতিনিধিরা এই সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন। দ্বিতীয় প্রধান বিষয় হলো ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি, যা শুল্ক সংক্রান্ত সমস্যার কারণে স্থগিত রয়েছে। তৃতীয় বিষয় হলো H-1B ভিসা, যা মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের জন্য গুরুত্বপূর্ণ।

Murshidabad news: পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্যকর ঘটনায় তুমুল শোরগোল এলাকায়

জয়শঙ্কর এবং মার্কো রুবিওর এই বৈঠকটি হতে চলেছে চলতি বছরের তৃতীয় বৈঠক। জানুয়ারিতে কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের  বৈঠকে প্রথমবার আলোচনা হয় জয়শঙ্কর এবং মার্কো রুবির মধ্যে। এরপর জুলাইতে দ্বিতীয়বার দুই নেতার মধ্যে সাক্ষাৎ হয়। এবার বৈঠককে ঘিরে পরিস্থিতি কিছুটা অশান্ত থাকলেও, দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সময়ে, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নিউ ইয়র্কে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (USTR) জেমসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করবেন।

ট্রাম্প প্রশাসনের সময় আমেরিকা প্রথমে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা পরে পুনর্বহাল করা হয়। রাশিয়া থেকে ভারতের তেল ক্রয় নিয়েও ট্রাম্প আপত্তি তুলেছেন। শুল্ক বৃদ্ধির কারণে দুই দেশের বাণিজ্যে প্রভাব পড়েছে। ভারত-মার্কিন বাণিজ্য বিস্তৃত পরিসরের, যার মধ্যে রয়েছে টেক্সটাইল ও পোশাক, রত্ন ও গয়না, চামড়াজাত পণ্য এবং রাসায়নিক শিল্প। এই বৈঠক ও আলোচনার মাধ্যমে দুই দেশ তাদের বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করছে।

India USA