/indian-express-bangla/media/media_files/2025/08/20/cats-2025-08-20-12-44-23.jpg)
জমে উঠল খেলা, মোদীর পছন্দের প্রার্থীর বিপরীতে উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের বড় বাজি কে জানেন?
Vice President Election: এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণণ তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের লড়াই আরও জমে উঠল। ইন্ডিয়া জোটের তরফে উপরাষ্ট্রপতি পদে প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি-র নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রীরা এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরা। রাধাকৃষ্ণনের মনোনয়নপত্রে হিসেবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সই করেছেন।
আরও পড়ুন- বুক কাঁপানো মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুমিছিলে হাহাকার, ঝলসে প্রাণ হারালেন ৫০-এর বেশি
রাধাকৃষ্ণনের পক্ষ থেকে মোট চার সেট মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রতিটি সেটে ২০ জন প্রস্তাবক এবং ২০ জন সমর্থক সাংসদের স্বাক্ষর রয়েছে। প্রথম সেটে প্রধানমন্ত্রী মোদীর স্বাক্ষর থাকলেও বাকি সেটগুলিতে কেন্দ্রীয় মন্ত্রী ও এনডিএ সাংসদদের স্বাক্ষর রয়েছে।
অন্যদিকে, ইন্ডিয়া জোটের তরফে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বি. সুদর্শন রেড্ডির নাম। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বি. সুদর্শন রেড্ডি তেলেঙ্গানার বাসিন্দা। তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি এবং গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে সুপ্রিম কোর্ট থেকে অবসর নেন। সম্প্রতি তেলেঙ্গানায় কংগ্রেস সরকার জাতিগত সমীক্ষার রিপোর্ট বিশ্লেষণের জন্য যে কমিটি গঠন করেছিল, তার সভাপতি ছিলেন তিনি।
সূত্রের খবর, সুদর্শন রেড্ডি আগামী ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন। অন্যদিকে, এনডিএ-র পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন। ইতিমধ্যেই রাধাকৃষ্ণনও এনডিএ নেতাদের সঙ্গে বৈঠক করে সমর্থন চেয়েছেন।
আরও পড়ুন- এটি উসকানিমূলক! তাই একজন বাঙালি হিসেবে আমি 'দ্য বেঙ্গল ফাইলস' দেখতে নারাজ: স্টেলা দে
উপরাষ্ট্রপতি নির্বাচনের সূচি
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে ৭ আগস্ট, ২০২৫।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট।
মনোনয়নপত্র যাচাই হবে ২২ আগস্ট।
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট।
ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সেদিনই ভোটগণনার কাজও সম্পন্ন হবে।