/indian-express-bangla/media/media_files/2024/12/24/aSbhUaIEl0mj2lJ9wz1V.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো
Kolkata Metro: ২২ অগস্ট কলকাতায় তিনটি নতুন মেট্রো স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন পরিষেবা চালু হলে শহরের যাতায়াত মসৃণ ও সুবিধাজনক হবে বলে আশা। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স-এ পোস্ট করে জানান, প্রধানমন্ত্রী শিয়ালদহ–এসপ্ল্যানেড গ্রিন লাইন, হেমন্ত মুখোপাধ্যায় (রুবি ক্রসিং)–বেলেঘাটা অরেঞ্জ লাইন এবং নোয়াপাড়া–জয় হিন্দ (বিমানবন্দর) ইয়েলো লাইন উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান হবে ইয়েলো লাইনের যশোর রোড মেট্রো স্টেশনে। পাশাপাশি প্রধানমন্ত্রী হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েরও উদ্বোধন করবেন।
আরও পড়ুনঃ নির্যাতিতার পরিবারের পাশে রাষ্ট্রপতি মুর্মু! বিরাট আশ্বাসে জোরালো হল ন্যায় বিচার ছিনিয়ে আনার লড়াই
নিউ গড়িয়া–বেলেঘাটা রুটে মোট পাঁচটি স্টেশন রুবি, ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি) এবং বেলেঘাটা। এই সম্প্রসারণ চালু হলে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, শিয়ালদহ–এসপ্ল্যানেড অংশ চালু হলে প্রথমবারের মতো ইস্ট–ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ রূপে চালু হবে। এর ফলে হাওড়া ময়দান থেকে সরাসরি সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াত আরও সহজ হবে। বিশেষত হাওড়া ও শিয়ালদহ স্টেশনে নামা যাত্রীরা সহজেই মেট্রো ধরে নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।
এদিকে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনে নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বিমানবন্দর—এই চারটি নতুন স্টেশন চালু হবে। এর ফলে প্রথমবারের মতো কলকাতা বিমানবন্দরের সঙ্গে সরাসরি মেট্রো সংযোগ স্থাপিত হবে। ২২ অগাস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে।
আরও পড়ুনঃ ফের রাজ্যে অভয়া মৃত্যুর ছায়া! নার্সের রহস্যমৃত্যুতে পরিবারের 'বিস্ফোরক' অভিযোগ, উত্তাল রাজ্য-রাজনীতি
রেলমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে প্রায় ৮৩,৭৬৫ কোটি টাকার রেল প্রকল্পের কাজ চলছে। চলতি অর্থবছরে রেলের জন্য বরাদ্দ হয়েছে রেকর্ড ১৩,৯৫৫ কোটি টাকা। পাশাপাশি ১০১টি স্টেশন নতুনভাবে নির্মাণ বা সংস্কার করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের রেল নেটওয়ার্কে চালু হয়েছে নয়টি বন্দে ভারত ও দুটি অমৃত ভারত ট্রেন।