Indian Navy rescue:যেন 'ঈশ্বরের দূত' হয়ে এল নৌসেনা, কলকাতায় হুগলি নদীতে দুঃসাহসিক উদ্ধার অভিযান চর্চায়!

Kolkata river rescue operation: মাঝরাতে ভারতীয় নৌসেনাবাহিনীর এমন দুঃসাহাসিক অভিযান জোর চর্চায়। নৌসেনার তরফে এই তথ্য বিবৃতি দিয়ে জানানো হয়েছে।

Kolkata river rescue operation: মাঝরাতে ভারতীয় নৌসেনাবাহিনীর এমন দুঃসাহাসিক অভিযান জোর চর্চায়। নৌসেনার তরফে এই তথ্য বিবৃতি দিয়ে জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Navy rescue,  Drowning woman Hooghly river,  Navy patrol boat rescue,  Kolkata river rescue operation  ,Sagar Prahari Bal Kolkata  ,Fast Interceptor Craft  ,Midnight river rescue  ,Indian Navy heroic act  ,Hooghly river incident,  River traffic police Kolkata,হুগলি নদী মহিলা উদ্ধার  ,ভারতীয় নৌসেনার অভিযান,  মাঝরাতে উদ্ধার,  নদীতে পড়ে যাওয়া মহিলা,  নৌসেনার টহল বোট  ,সাগর প্রহরী বল কলকাতা,  নৌসেনার সাহসী কাজ,  হুগলি নদীর ঘটনা  ,রিভার ট্র্যাফিক পুলিশ কলকাতা,  নৌসেনার দ্রুত প্রতিক্রিয়া

Indian Navy rescue: মাঝরাতে মাঝনদীতে দুরন্ত কীর্তি নৌসেনার।

Kolkata river rescue operation:গভীর রাত, ঘড়ির কাঁটা তখন প্রায় ১২টা ৪৫। হুগলি নদীতে টহল দিচ্ছিল নৌবাহিনীর সাগর প্রহরী বল (Sagar Prahari Bal), কলকাতা ইউনিটের একটি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট (FIC)। সেই সময় আচমকা ক্রাফটের তৎপর নাবিকদের চোখে পড়ে নদীর মাঝখানে জলের তোড়ে হেলে দুলে চলেছেন এক মহিলা।

Advertisment

দেখা যায়, নদীর প্রবল স্রোতে ভেসে যাচ্ছেন তিনি এবং জলে হাবুডুবু খাচ্ছেন। তখন সেই মহিলার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেয় নৌসেনার দল, অন্ধকারে, কঠিন পরিস্থিতিতে নির্ভয়ে তাঁরা ছুটে যান মহিলার দিকে। 

নদীর মাঝখানে পৌঁছে নৌসেনাকর্মীরা মহিলাকে নিরাপদে উদ্ধার করেন ও তাঁদের ইন্টারসেপ্টর বোটে তুলে নেন। এরপর ভীত ও আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকা মহিলাকে ধীরে ধীরে শান্ত করেন এবং সুরক্ষিতভাবে তাঁকে তীরে পৌঁছে দেন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News live Updates:SIR ইস্যুতে ফের তুলোধনা নির্বাচন কমিশনকে, সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের

পরবর্তী সময়ে উদ্ধার হওয়া মহিলাকে হস্তান্তর করা হয় রিভার ট্রাফিক পুলিশ-এর হাতে। ভারতীয় নৌবাহিনীর তরফে এমন দুঃসাহসিক উদ্ধার অভিযানের কথা রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন-Abhishek-Kalyan:অভিষেকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক কল্যাণের, শেষমেশ গল বরফ?

একটি বিবৃতিতে নৌবাহিনীর তরফে ঘটনার বিস্তারিত তথ্য বর্ণনা করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও সুরক্ষার স্বার্থে নৌবাহিনী সর্বদা প্রস্তুত, বিবৃতিতে এমনই লেখা হয়েছে ভারতীয় নৌবাহিনীর তরফে।

kolkata Indian Navy Hooghly Rescue