Rail: লোকাল হোক বা দূরপাল্লা- ট্রেনে আমরা কম-বেশি সফর করে থাকি। জানেন ১১ ধরনের হর্ন বাজায় রেল? মন দিয়ে শোনেনি তো! না জানলে জেনে নিন-
- ওয়ান শর্ট হর্ন- অনেক সময় ছোট হর্ন দেন চালক। তার অর্থ দ্বিতীয় ইঞ্জিনের দরকার নেই। ট্রেন কারশেডে যাবে তখনও বাজানো হয়।
- টু শর্ট হর্ন- দুটি ছোট ছোট হর্ন দেওয়ার মানে গার্ডের কাছে ট্রেন ছাড়ার জন্য সিগন্যালের দাবি করছেন চালক।
- থ্রি শর্ট হর্ন- তিনটি হর্ন বিপদের সংকেত। গার্ডকে ব্রেক কষার অনুরোধ করছেন চালক। এর অর্থ ট্রেন চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ভ্যাকুয়াম ব্রেকের সাহায্য নেন গার্ড।
- ফোর শর্ট হর্ন- চারবার শর্ট হর্ন বাজানোর অর্থ ট্রেনে যান্ত্রিক ত্রুটি রয়েছে ট্রেন।
- ওয়ান লং ও ওয়ান শর্ট হর্ন- ছোট ও লম্বা হর্ন দেওয়ার অর্থ ট্রেনের পিছনে থাকা ইঞ্জিনের সহযোগিতা দরকার।
- টু লং, টু শর্ট হর্ন- দু'বার লম্বা বাজিয়ে দু'টি শর্ট হর্ন দিয়ে গার্ডকে ইঞ্জিনের নিয়ন্ত্রণ নিতে নির্দেশ দেন চালক।
- লং হর্ন- দ্রুতগামী ট্রেন টানা হর্ন দেয়। গ্যালপিং লোকাল ট্রেনও এই হর্ন বাজায়। অর্থ ট্রেনটি স্টেশনে দাঁড়াবে না।
- টু হর্ন, টু পজ- রেলওয়ে ক্রসিং পার করার সময়ে থেমে দু'টি হর্ন বাজায় ট্রেন। *
- টু লং, ওয়ান শর্ট হর্ন- ট্র্যাক বদলের সময় এই হর্নটি বাজায়।
- টু শর্ট হর্ন, ওয়ান লং হর্ন- প্রথমে দু'টি ছোট হর্ন বাজিয়ে একটা লম্বা বাজানোর অর্থ কোনও যাত্রী চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করছেন বা ভ্যাকুয়াম ব্রেক কষেছেন গার্ড
আরও পড়ুন- Premium: রোজই চড়েন লোকাল ট্রেনে, জানেন সেটা EMU নাকি MEMU? পার্থক্য কোথায়? জানুন সহজে
আরও পড়ুন- Summer Special Train: এই গরমে পাহাড়ে যাবেন? চাই নিশ্চিৎ টিকিট? সুখবর দিল পূর্ব রেল
আরও পড়ুন- Sealdah Division Local Train: আপনি শিয়ালদহ শাখায় লোকালের যাত্রী? তাহলে জানুন- কোন ট্রেন বাতিল, কোনগুলির রুটে বদল
আরও পড়ুন-Digha Summer Special Train: আরও সহজে দিঘা! স্পেশাল ট্রেনের ছড়াছড়ি, কবে-কখন-কোথা থেকে ছাড়ছে ট্রেন?
আরও পড়ুন- Kolkata Metro: গঙ্গার নীচে মেট্রো চালুর পর ঐতিহাসিক ঘটনা, কী এমন হল?