Kolkata weather: নিম্নচাপ শক্তি হারাতেই বুধবার থেকে বৃষ্টির প্রভাব খানিকটা কমেছে রাজ্যে। তবে এখনই বৃষ্টি পিছু ছাড়ার পাত্র নয়। সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে আপাতত রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
নিম্নচাপ ঝাড়খন্ডের দিকে সরতেই বৃষ্টির প্রভাব কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিলেছে। তবে কোনও কোনও জেলায় আকাশ আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বৃহস্পতিবার পশ্চিমের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলির পাশাপাশি মুর্শিদাবাদ,নদিয়া, হাওড়া,হুগলি সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহরেও। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি চলবে। এই পর্বে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আরও পড়ুন- Adhir Chowdhury:'তৃণমূলের সন্ত্রাসের ল্যাবরেটরি ভাঙড়', শাসকদলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ অধীরের
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
নিম্নচাপ শক্তি হারাতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।
আরও পড়ুন- West Bengal News Updates:অনুপ্রবেশ ইস্যুতে আবারও BSF-কে তোপ মমতার, পাল্টা শুভেন্দু তুললেন আরও বড় অভিযোগ