Gold and Silver Price Today in India: সোনায় সোহাগা! ভাইফোঁটায় আরও সস্তা হলুদ ধাতুর দর, কলকাতাতেই দামে রেকর্ড পতন

Gold and Silver Price Today in India (আজ কলকাতায় সোনা-রূপার দর) 23 October 2025:দীপাবলির পর ভাইফোঁটায় দেশের সোনার বাজারে বড় দরপতন। কলকাতা, দিল্লি, মুম্বই-সহ সব শহরেই কমেছে দাম। সোনার পাশাপাশি রূপার দামও কমেছে।

Gold and Silver Price Today in India (আজ কলকাতায় সোনা-রূপার দর) 23 October 2025:দীপাবলির পর ভাইফোঁটায় দেশের সোনার বাজারে বড় দরপতন। কলকাতা, দিল্লি, মুম্বই-সহ সব শহরেই কমেছে দাম। সোনার পাশাপাশি রূপার দামও কমেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
সোনার দাম আজ, Gold Price Today, Gold Rate in Kolkata, Silver Price Today, সোনা রূপার দাম, Gold Price Drop, সোনা কেনার সময়, Wedding Season Gold Rate, ভাইফোঁটা সোনার দাম, Gold and Silver Rates 23 October, 22 ক্যারাট সোনার দাম, 24 ক্যারাট সোনার দাম, Kolkata Gold Price Today, Delhi Gold Price, Diwali Gold Rate Drop, Gold Price India 2025, Silver Rate India

সোনায় সোহাগা!

Gold and silver prices today, October 23: আজ ভাইফোঁটা। নিজের ছোট্ট বোনকে উপহার হিসাবে দিতে চান সোনার আংটি, বা দুল?দাম নিয়ে চিন্তার দিন শেষ। দীপাবলি মিটতেই হুহু করে কমল সোনার দাম। সামনেই বিয়ের মরশুম। আর তার আগে সোনার দাম কমতেই ক্রেতাদের মুখে চওড়া হাসি। 

Advertisment

আরও পড়ুন- SIR ইস্যুতে তৎপরতা তুঙ্গে, আজ দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠক

কালীপুজো ও দীপাবলির রেশ কাটতে না কাটতেই ভাইফোঁটাতে আরও সস্তা হল সোনার দর। বুধবার, ২২ অক্টোবর সোনার দাম কমেছে ৩০০ টাকারও বেশি। গত কয়েকদিন ধরে আকাশছোঁয়া ছিল সোনার দাম। ধনতেরাসের পর থেকেই একটু একটু করে কমছে সোনার দর। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতা—সকলেই। 

Advertisment

আরও পড়ুন- শীতের আগে ফের বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়! আজ ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া?

২২ ও ২৪ ক্যারাট সোনার দাম আজ প্রায় ৩০০ থেকে ৩৫০ টাকা কমেছে প্রতি ১০ গ্রামে। এটি গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় দরপতন। ফলে যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।কলকাতায় বুধবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১,১৬,৬০০ টাকা, আর ২৪ ক্যারাটের দাম ১,২৭,২০০ টাকা।

দিল্লিতে ২২ ক্যারাট সোনার দাম ১,১৬,৭৫০ টাকা এবং ২৪ ক্যারাটের দাম ১,২৭,৩৫০ টাকা। মুম্বই, পুনে, বেঙ্গালুরু ও হায়দরাবাদে ২২ ক্যারাট সোনা বিক্রি হচ্ছে ১,১৬,৬০০ টাকায়, আর ২৪ ক্যারাট সোনার দাম ১,২৭,২০০ টাকা। আহমেদাবাদ ও পাটনায় ২২ ক্যারাট সোনার দাম ১,১৬,৬৫০ টাকা এবং ২৪ ক্যারাটের দাম ১,২৭,২৫০ টাকা।

আরও পড়ুন- ভাইফোঁটায় বিশেষ মেট্রো পরিষেবা, জানুন সময়সূচি

জয়পুরে আজ ২২ ক্যারাট সোনার দর ১,১৬,৭৫০ টাকা, আর ২৪ ক্যারাটের দাম ১,২৭,৩৫০ টাকা। দেশের প্রায় সব শহরেই দামে এই পতন লক্ষ্য করা গিয়েছে। সোনার পাশাপাশি কমেছে রূপার দরও। আজ রূপা দিল্লি, মুম্বই, কলকাতায় প্রতি কেজি সোনার দাম- ১,৫৯,৯০০ টাকা, চেন্নাইয়ে এই দাম  ১,৭৪,৯০০ টাকা। 

Gold Prices Gold Price Today