/indian-express-bangla/media/media_files/2025/07/09/delhi-bound-indigo-flight-with-175-passengers-makes-emergency-landing-in-patna-2025-07-09-11-43-21.jpg)
টেকঅফের পরেই বিমানে ভয়ঙ্কর কাঁপুনি
Indigo: মাঝ আকাশে বিরাট বিভ্রাট। প্রযুক্তিগত ত্রুটির কারণে ওড়ার কিছু সময়ের মধ্যেই কোচি বিমানবন্দরে জরুরি অবতরণ আবুধাবিগামী ইন্ডিগোর বিমানের। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিমানে থাকা যাত্রীরা।
আরও পড়ুন- গুঁতো খেতেই মোদীর গুণগান, দিশেহারা ট্রাম্পকে পাল্টা জবাবে কী বললেন প্রধানমন্ত্রী?
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। এর মাঝেই আবুধাবিগামী ইন্ডিগো বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে শনিবার ভোরে কোচি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ফ্লাইট 6E-1403 প্রায় দু ঘণ্টারও বেশি সময় আকাশে উড়ে থাকার পর এই সমস্যার সম্মুখীন হয়। শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে কোচি থেকে টেক অফ করে এর পর বিমানটি শনিবার রাত ১টা ৪৪ মিনিটে জরুরি অবতরণ করে। বিমানটিতে ১৮০ জনেরও বেশি যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বার ছিলেন।
আরও পড়ুন- রেগে আগুন ট্রাম্প! ভয়ঙ্কর হুঁশিয়ারিতে বিশ্ব কাঁপালেন
পরবর্তীকালে যাত্রীদের অপর এক ইন্ডিগো বিমানে করে গন্তব্যে পাঠানো হয়। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ইন্ডিগোর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এর আগেও ইন্ডিগোর এক ফ্লাইটে বিপত্তি ঘটে। গত মঙ্গলবার নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান টেক অফের কিছুক্ষণের মধ্যেই পাখির সঙ্গে ধাক্কা লাগে, ফলে বিমানটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটিতে ১৬০ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বার ছিলেন বলেই খবর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us